বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, কমবে রাতের তাপমাত্রা 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১১: ৩৮
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২: ৩৯

কয়েক দিন ধরে সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আজ ও আগামী দুই দিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশেই দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শুধু সিলেট অঞ্চলে সামান্য বৃষ্টি হয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত