পরিবেশবান্ধব ভবিষ্যৎ প্রযুক্তিতে সহযোগিতা করবে ডেনমার্ক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ১৯: ৫০

বাংলাদেশ ও ডেনমার্ক নিজেদের মধ্যে জলবায়ু ও পরিবেশবান্ধব পরিবর্তনে অংশীদারত্ব শক্তিশালী করতে টেকসই ও পরিবেশবান্ধব ফ্রেমওয়ার্ক বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করেছে। 

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং ডেনমার্কের পক্ষে দেশটির উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ফ্লেমিং মোলার মরটেনসেন সই করেন। ঢাকা সফররত ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথের উপস্থিতিতে এটি সই হয়। 

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সমঝোতা সই শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সমঝোতাটি সই হয়েছে, এর আওতায় দুই দেশ অনেকগুলো প্রকল্প বা অ্যাকশন প্রোগ্রাম নেবে। ডেনমার্কের ক্রাউন প্রিন্সেসের নেতৃত্বে বাংলাদেশে একটি প্রতিনিধি দল এসেছে। দুই দেশের সই হওয়া সমঝোতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন ইস্যুতে অভিযোজন ও প্রশমনে যত ধরনের প্রকল্প নেওয়া হবে সেগুলো আমরা সময়ের সঙ্গে জানাব। যাতে ডেনমার্ক আমাদের এগুলোতে সাহায্য করে। অর্থ সহায়তা দেন। সবুজ ও টেকসই ফ্রেমওয়ার্কে তারা আমাদের জ্ঞান ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে।’ 

ডেনমার্ক বাংলাদেশের পুরোনো বন্ধু। ৫০ বছরের সম্পর্কে এ ফ্রেমওয়ার্ক ডকুমেন্ট সইয়ের বিষয়টি একটা মাইলফলক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী, ‘ডেনমার্ক আমাদের বায়োডাইভারসিটির ওপর যথেষ্ট জোর দেবে। এটা আমাদের জন্য সুখবর। পরিবেশবান্ধব ভবিষ্যৎ প্রযুক্তিতে ও অভিজ্ঞতায় তাঁরা সহযোগিতা করবেন। আমরা অধিক নবায়নযোগ্য জ্বালানি চাই। আমরা ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি চাই, এখন সাড়ে ৩ শতাংশ রয়েছে। কীভাবে কাজ করা যায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সেটা নিয়ে আমরা আলাপ করেছি।’ 

এ সময় ডেনমার্কের উন্নয়নমন্ত্রী বলেন, ‘আমার প্রথম সফরে বাংলাদেশে এসে এ চুক্তি করতে পারাটা আমার জন্য আনন্দের। ডেনমার্ক এবং বাংলাদেশ বিশ্বব্যাপী জলবায়ু এজেন্ডায় শক্তিশালী এবং সক্রিয় দেশ। আমরা আজ যে চুক্তি করলাম সেটা বলে দিচ্ছে, প্যারিস জলবায়ু চুক্তিতে যেসব অঙ্গীকার হয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে প্রস্তুত।’ 

উল্লেখ্য, দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথের নেতৃত্বে বাংলাদেশ সফরে রয়েছে ডেনমার্কের একটি প্রতিনিধি দল। আজ সকাল সাড়ে ১০টায় প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায়। 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী বৈঠক করেন। বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভবিষ্যৎ সদস্য হিসেবে ডেনমার্ককে রোহিঙ্গা ইস্যুতে আওয়াজ তোলার জন্য অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি গাম্বিয়ার করা মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতাও চেয়েছে ঢাকা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত