দাকোপ (খুলনা) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে প্রায় বিলুপ্ত লবণপানি প্রজাতির কুমির পিলপিলের দেওয়া ডিম থেকে ৩৮টি বাচ্চা ফুটেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা সময়ের মধ্যে ডিমের খোলস ভেঙে কুমিরের এই বাচ্চাগুলো জন্ম নেয়।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।
এই কর্মকর্তা বলেন, প্রজননকেন্দ্রে গত ১ জুন পুকুরপাড়ে কুমির পিলপিল ৩৮টি ডিম দেয়। পরে ডিমগুলো সেখান থেকে সংগ্রহ করে ইনকিউবেটরে রাখা হয়। সেখানে দীর্ঘ ৮৩ দিনের মাথায় ৩৮টি বাচ্চা ফুটে বের হয়েছে। বাচ্চাগুলো বর্তমানে প্রজননকেন্দ্রের নির্দিষ্ট প্যানে রাখা হয়েছে। এবারই প্রথম করমজলে কুমিরের ডিম থেকে শতভাগ বাচ্চা ফুটেছে। এর আগে ২০০০ সালে পিলপিলের দেওয়া ৪৬টি ডিমের মধ্য মাত্র ৪টি বাচ্চা ফুটেছিল। আর ২০২১ সালে পিলপিল কোনো ডিমই দেয়নি। পূর্বের ছোট-বড় ৯১টি আর এবার নতুন ৩৮টি বাচ্চা মিলে এই প্রজননকেন্দ্রে মোট কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯। আর এ পর্যন্ত পিলপিল ডিম দিয়েছে ১১ বার।
প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এবার ডিজিটাল ইনকিউবেটরে ডিম সংরক্ষণ করায় ৩৮টি ডিমে ৩৮টিই বাচ্চা ফুটেছে। এই প্রথম প্রজননকেন্দ্রে কুমিরের ডিম থেকে শতভাগ বাচ্চা ফুটেছে। এর আগে অ্যানালগ পদ্ধতিতে ডিম সংরক্ষণ করা হতো।
উল্লেখ্য, ২০০০ সালে বন বিভাগ করমজলে আট একর জমির ওপর কুমির প্রজননকেন্দ্র গড়ে তোলে। মূলত প্রায় বিলুপ্ত লবণপানি প্রজাতির এই কুমিরের সংরক্ষণ, প্রজনন ও বংশবিস্তারের লক্ষ্যেই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল। তখন কেন্দ্রে প্রথম কার্যক্রম শুরু হয় রোমিও ও জুলিয়েট দিয়ে। বর্তমানে রোমিও ও জুলিয়েট বয়স্ক এবং দুর্বল হয়ে পড়ায় ডিম দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন একমাত্র পিলপিলই রয়েছে ডিম দেওয়ার মতো।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে প্রায় বিলুপ্ত লবণপানি প্রজাতির কুমির পিলপিলের দেওয়া ডিম থেকে ৩৮টি বাচ্চা ফুটেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা সময়ের মধ্যে ডিমের খোলস ভেঙে কুমিরের এই বাচ্চাগুলো জন্ম নেয়।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।
এই কর্মকর্তা বলেন, প্রজননকেন্দ্রে গত ১ জুন পুকুরপাড়ে কুমির পিলপিল ৩৮টি ডিম দেয়। পরে ডিমগুলো সেখান থেকে সংগ্রহ করে ইনকিউবেটরে রাখা হয়। সেখানে দীর্ঘ ৮৩ দিনের মাথায় ৩৮টি বাচ্চা ফুটে বের হয়েছে। বাচ্চাগুলো বর্তমানে প্রজননকেন্দ্রের নির্দিষ্ট প্যানে রাখা হয়েছে। এবারই প্রথম করমজলে কুমিরের ডিম থেকে শতভাগ বাচ্চা ফুটেছে। এর আগে ২০০০ সালে পিলপিলের দেওয়া ৪৬টি ডিমের মধ্য মাত্র ৪টি বাচ্চা ফুটেছিল। আর ২০২১ সালে পিলপিল কোনো ডিমই দেয়নি। পূর্বের ছোট-বড় ৯১টি আর এবার নতুন ৩৮টি বাচ্চা মিলে এই প্রজননকেন্দ্রে মোট কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯। আর এ পর্যন্ত পিলপিল ডিম দিয়েছে ১১ বার।
প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এবার ডিজিটাল ইনকিউবেটরে ডিম সংরক্ষণ করায় ৩৮টি ডিমে ৩৮টিই বাচ্চা ফুটেছে। এই প্রথম প্রজননকেন্দ্রে কুমিরের ডিম থেকে শতভাগ বাচ্চা ফুটেছে। এর আগে অ্যানালগ পদ্ধতিতে ডিম সংরক্ষণ করা হতো।
উল্লেখ্য, ২০০০ সালে বন বিভাগ করমজলে আট একর জমির ওপর কুমির প্রজননকেন্দ্র গড়ে তোলে। মূলত প্রায় বিলুপ্ত লবণপানি প্রজাতির এই কুমিরের সংরক্ষণ, প্রজনন ও বংশবিস্তারের লক্ষ্যেই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল। তখন কেন্দ্রে প্রথম কার্যক্রম শুরু হয় রোমিও ও জুলিয়েট দিয়ে। বর্তমানে রোমিও ও জুলিয়েট বয়স্ক এবং দুর্বল হয়ে পড়ায় ডিম দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন একমাত্র পিলপিলই রয়েছে ডিম দেওয়ার মতো।
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১০ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১৮ ঘণ্টা আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
১৯ ঘণ্টা আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১ দিন আগে