নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক গবেষণা বলছে, রাজধানীতে দৈনিক ১০ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে মাত্র ছয় হাজার মেট্রিক টন বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা আছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের। বাকি ৪ হাজার মেট্রিক টন বর্জ্য প্রতিদিন রাজধানীর অলিতে-গলিতে, খাল বা নদীতে পড়ছে। এভাবে দূষণে বড় ভূমিকা রাখছে ঢাকার বর্জ্য। এমন এক পরিস্থিতিতে আজ রোববার রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গণশুনানি।
এতে নগরবাসী বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকার তথা সিটি করপোরেশনকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন। ঢাকা দূষণের জন্য বর্জ্যকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন তারা। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা না গেলে ঢাকার দূষণ কমবে না। ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের দূষণে প্রধান ভূমিকা রাখলেও বর্জ্য ব্যবস্থাপনা সরকার এখনো উদাসীন। এমনকি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখলেও বর্জ্য ব্যবস্থাপনার কোনো আইন আজও তৈরি হয়নি। ঢাকাকে বাসযোগ্য ও দূষণমুক্ত করতে সবার আগে বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা তৈরির জোর দাবি জানান গণশুনানিতে অংশ নেওয়া বক্তারা।
রাজধানীর মিরপুরের কারিতাস মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করে কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ)। সংগঠনটির নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াতের সভাপতিত্বে গণশুনানিতে অতিথি হিসেবে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সহকারী বর্জ্য ব্যবস্থাপক মো. ইকবাল করীম। উত্তর সিটির ৬ নম্বর জোনের সুপার ভাইজার আনোয়ার হোসেন, জোন ২ এর সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁইয়া, স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পিসহ বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গণশুনানিতে আরও অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোল্লার বস্তি ও ঝিলপাড় বস্তির প্রতিনিধিরা। ঢাকার বস্তিবাসীদের বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার দাবিতে কাজ করছে কাপ নামক এই সংগঠন। ইউএস এইড-এর অর্থায়নে পরিচালিত প্রজেক্টের অংশ হিসেবে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক গবেষণা বলছে, রাজধানীতে দৈনিক ১০ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে মাত্র ছয় হাজার মেট্রিক টন বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা আছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের। বাকি ৪ হাজার মেট্রিক টন বর্জ্য প্রতিদিন রাজধানীর অলিতে-গলিতে, খাল বা নদীতে পড়ছে। এভাবে দূষণে বড় ভূমিকা রাখছে ঢাকার বর্জ্য। এমন এক পরিস্থিতিতে আজ রোববার রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গণশুনানি।
এতে নগরবাসী বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকার তথা সিটি করপোরেশনকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন। ঢাকা দূষণের জন্য বর্জ্যকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন তারা। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা না গেলে ঢাকার দূষণ কমবে না। ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের দূষণে প্রধান ভূমিকা রাখলেও বর্জ্য ব্যবস্থাপনা সরকার এখনো উদাসীন। এমনকি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখলেও বর্জ্য ব্যবস্থাপনার কোনো আইন আজও তৈরি হয়নি। ঢাকাকে বাসযোগ্য ও দূষণমুক্ত করতে সবার আগে বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা তৈরির জোর দাবি জানান গণশুনানিতে অংশ নেওয়া বক্তারা।
রাজধানীর মিরপুরের কারিতাস মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করে কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ)। সংগঠনটির নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াতের সভাপতিত্বে গণশুনানিতে অতিথি হিসেবে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সহকারী বর্জ্য ব্যবস্থাপক মো. ইকবাল করীম। উত্তর সিটির ৬ নম্বর জোনের সুপার ভাইজার আনোয়ার হোসেন, জোন ২ এর সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁইয়া, স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পিসহ বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গণশুনানিতে আরও অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোল্লার বস্তি ও ঝিলপাড় বস্তির প্রতিনিধিরা। ঢাকার বস্তিবাসীদের বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার দাবিতে কাজ করছে কাপ নামক এই সংগঠন। ইউএস এইড-এর অর্থায়নে পরিচালিত প্রজেক্টের অংশ হিসেবে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
উন্নতি হয়নি ঢাকার বাতাসের। আজ বৃহস্পতিবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে তৃতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ঢাকার বাতাস আজকে অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
১২ ঘণ্টা আগেপানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এখানকার খালগুলো খননের বিকল্প নেই। একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণে আমাদের ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে
১ দিন আগেযেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুতরাং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে পরিবেশ সংরক্ষণ সহজতর হবে...
১ দিন আগেঢাকার বাতাসের তেমন উন্নতি হয়নি। আজ বুধবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। সকাল ৮টার রেকর্ড অনুযায়ী, ১৭১ বায়ুমান নিয়ে ঢাকার বাতাস আজকে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ৭ম স্থানে ছিল
১ দিন আগে