অনলাইন ডেস্ক
সপ্তাহজুড়ে ঘন ঘন ব্যাপক ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেইকানেস শহরে। স্থানীয় সময় গতকাল সোমবার অগ্ন্যুৎপাতের কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে লাভা ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে পার্শ্ববর্তী শহর হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রেইকানেস উপদ্বীপে অগ্ন্যুৎপাতের ভয়ে গত মাসে কর্তৃপক্ষ জেলেদের শহর বলে পরিচিত গ্রিন্দাভিকের প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। সেই সময় অগ্ন্যুৎপাতের পূর্ব লক্ষণ হিসেবে সেখানকার পার্শ্ববর্তী ব্লু লেগুন হ্রদে জিও-থার্মাল স্পা বা হ্রদের তলদেশে সৃষ্ট ফাটল থেকে উষ্ণ পানির উদ্গিরণ বন্ধ হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে স্থানীয়দের জন্য সতর্কতা জারি করে বলা হয়, ‘গ্রিন্দাভিক শহরের উত্তরে হাগাফেল পর্বতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।’ গ্রিন্দাভিক শহরটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই পর্বতের পাদদেশে একটি ফাটল দেখা দিয়েছে, যা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। অগ্ন্যুৎপাতের ফলে রিকজাভিকের কাছাকাছি বিমানবন্দর খোলা থাকলেও অসংখ্য ফ্লাইট বিলম্বিত হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ফাটল থেকে লাভা ছড়িয়ে পড়ছে। রাতের অন্ধকার আকাশের বিপরীতে লাভার উজ্জ্বল হলুদ ও কমলা রং অদ্ভুত এক দৃশ্যের জন্ম দিচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘জিপিএস ডিভাইস থেকে পরিমাপ ও ভূমিকম্পের কার্যকলাপ থেকে ধারণা করা হচ্ছে, লাভার স্রোত দক্ষিণ-পশ্চিমে চলে যাচ্ছে এবং গ্রিন্দাভিকের দিকে অগ্ন্যুৎপাত অব্যাহত থাকতে পারে। ফাটলটি প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ছিল এবং তা দ্রুত বাড়ছে।’
স্থানীয় পুলিশ বলছে, তারা অগ্ন্যুৎপাতের কারণে সতর্কতা বাড়িয়েছে এবং ওই অঞ্চলে জনসাধারণকে না যেতে সতর্ক করেছেন উদ্ধারকর্মীরা।
আইসল্যান্ড ইউরেশিয়া ও উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের মধ্যে অবস্থিত, যা পৃথিবীর দীর্ঘতম টেকটোনিক প্লেট। এর মধ্যে দুটি প্লেট বিপরীত দিকে সরে যাওয়ার কারণে আইসল্যান্ডে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।
সপ্তাহজুড়ে ঘন ঘন ব্যাপক ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেইকানেস শহরে। স্থানীয় সময় গতকাল সোমবার অগ্ন্যুৎপাতের কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে লাভা ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে পার্শ্ববর্তী শহর হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রেইকানেস উপদ্বীপে অগ্ন্যুৎপাতের ভয়ে গত মাসে কর্তৃপক্ষ জেলেদের শহর বলে পরিচিত গ্রিন্দাভিকের প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। সেই সময় অগ্ন্যুৎপাতের পূর্ব লক্ষণ হিসেবে সেখানকার পার্শ্ববর্তী ব্লু লেগুন হ্রদে জিও-থার্মাল স্পা বা হ্রদের তলদেশে সৃষ্ট ফাটল থেকে উষ্ণ পানির উদ্গিরণ বন্ধ হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে স্থানীয়দের জন্য সতর্কতা জারি করে বলা হয়, ‘গ্রিন্দাভিক শহরের উত্তরে হাগাফেল পর্বতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।’ গ্রিন্দাভিক শহরটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই পর্বতের পাদদেশে একটি ফাটল দেখা দিয়েছে, যা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। অগ্ন্যুৎপাতের ফলে রিকজাভিকের কাছাকাছি বিমানবন্দর খোলা থাকলেও অসংখ্য ফ্লাইট বিলম্বিত হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ফাটল থেকে লাভা ছড়িয়ে পড়ছে। রাতের অন্ধকার আকাশের বিপরীতে লাভার উজ্জ্বল হলুদ ও কমলা রং অদ্ভুত এক দৃশ্যের জন্ম দিচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘জিপিএস ডিভাইস থেকে পরিমাপ ও ভূমিকম্পের কার্যকলাপ থেকে ধারণা করা হচ্ছে, লাভার স্রোত দক্ষিণ-পশ্চিমে চলে যাচ্ছে এবং গ্রিন্দাভিকের দিকে অগ্ন্যুৎপাত অব্যাহত থাকতে পারে। ফাটলটি প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ছিল এবং তা দ্রুত বাড়ছে।’
স্থানীয় পুলিশ বলছে, তারা অগ্ন্যুৎপাতের কারণে সতর্কতা বাড়িয়েছে এবং ওই অঞ্চলে জনসাধারণকে না যেতে সতর্ক করেছেন উদ্ধারকর্মীরা।
আইসল্যান্ড ইউরেশিয়া ও উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের মধ্যে অবস্থিত, যা পৃথিবীর দীর্ঘতম টেকটোনিক প্লেট। এর মধ্যে দুটি প্লেট বিপরীত দিকে সরে যাওয়ার কারণে আইসল্যান্ডে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।
অতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
৪ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ২৯১। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়...
৭ ঘণ্টা আগেকক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সম্মেলনে তিনি এ কথা বলেন।
১৯ ঘণ্টা আগেঅবিলম্বে প্রাণ-প্রকৃতি পুনরুদ্ধার ও কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ না নেওয়া হলে ২০৭০-২০৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প
১ দিন আগে