নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাদার ওপর কালো ডোরাকাটা। প্রথম দেখায় হঠাৎ কেউ ভাবতে পারেন এগুলো বিড়াল। না, এরা বাঘ শাবকই। গতকাল শনিবার চট্টগ্রাম চিড়িয়ানার বাঘ দম্পতি রাজ–পরীর ঘরে এসেছে এমন চারটি সাদা শাবক। ওইদিন বিকেল ৪টায় শাবকগুলোর জন্ম হলেও আজ রোববার তা প্রকাশ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
অবশ্য চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শাবকের জন্ম এবারই প্রথম নয়। ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে দুটি বেঙ্গল টাইগার কিনে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তখন সেই বাঘ দুটির নাম রাখা হয় ‘রাজ’ ও ‘পরী’। এই দম্পতির ঘরেই ২০১৮ সালের ১৯ জুলাই জন্ম নেয় নতুন তিনটি বাঘ শাবক। এর মধ্যে একটি ছিল সাদা। যা বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম সাদা বাঘ।
এবার একই দম্পতির ঘরে (খাঁচায়!) এল আরও চারটি সাদা শাবক। আগেরটার মতো এই বাঘশাবকগুলোর কান, নাক ও লেজ সবকিছুই সাদা। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬ টিতে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। মা ও শাবকগুলোকে আপাতত আলাদা কক্ষে রাখা হয়েছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘আপাতত বাঘ শাবকগুলোকে দর্শনার্থীদের দৃষ্টির বাইরে রাখা হবে। নিবিড় যত্নে যাতে কোনো ব্যঘাত না ঘটে সেজন্য এই উদ্যোগ। তবে চার শাবকের মধ্যে কয়টি পুরুষ ও কয়টি নারী তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েক সপ্তাহ পর এটি নিশ্চিত হওয়া যাবে। তখন শাবকগুলোর নামকরণ করা হবে।’
সাদার ওপর কালো ডোরাকাটা। প্রথম দেখায় হঠাৎ কেউ ভাবতে পারেন এগুলো বিড়াল। না, এরা বাঘ শাবকই। গতকাল শনিবার চট্টগ্রাম চিড়িয়ানার বাঘ দম্পতি রাজ–পরীর ঘরে এসেছে এমন চারটি সাদা শাবক। ওইদিন বিকেল ৪টায় শাবকগুলোর জন্ম হলেও আজ রোববার তা প্রকাশ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
অবশ্য চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শাবকের জন্ম এবারই প্রথম নয়। ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে দুটি বেঙ্গল টাইগার কিনে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তখন সেই বাঘ দুটির নাম রাখা হয় ‘রাজ’ ও ‘পরী’। এই দম্পতির ঘরেই ২০১৮ সালের ১৯ জুলাই জন্ম নেয় নতুন তিনটি বাঘ শাবক। এর মধ্যে একটি ছিল সাদা। যা বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম সাদা বাঘ।
এবার একই দম্পতির ঘরে (খাঁচায়!) এল আরও চারটি সাদা শাবক। আগেরটার মতো এই বাঘশাবকগুলোর কান, নাক ও লেজ সবকিছুই সাদা। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬ টিতে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। মা ও শাবকগুলোকে আপাতত আলাদা কক্ষে রাখা হয়েছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘আপাতত বাঘ শাবকগুলোকে দর্শনার্থীদের দৃষ্টির বাইরে রাখা হবে। নিবিড় যত্নে যাতে কোনো ব্যঘাত না ঘটে সেজন্য এই উদ্যোগ। তবে চার শাবকের মধ্যে কয়টি পুরুষ ও কয়টি নারী তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েক সপ্তাহ পর এটি নিশ্চিত হওয়া যাবে। তখন শাবকগুলোর নামকরণ করা হবে।’
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১১ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১৯ ঘণ্টা আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
২০ ঘণ্টা আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১ দিন আগে