Ajker Patrika

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সভা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৯: ৪৪
পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সভা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে।

আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর, এতে সবাই একমত। যে কাজ মানুষের জন্যে ক্ষতিকর হবে তা আমরা করতে পারি না। রাষ্ট্রের গুরুত্ব সবার আগে। ব্যক্তি নয় রাষ্ট্রের স্বার্থ এখানে আগে। বাজারে পলিথিনের বিকল্প রয়েছে। আমাদের ব্যবহারের পলিথিন গুলো নদী নালাতে গিয়ে দূষিত হচ্ছে। পলিথিন ক্যানসার হওয়ার একটা অন্যতম কারন।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা বাজারে বা সুপার শপে পলিথিন ব্যবহার করবো না। আপনিও পারবেন। শুধু একটু চেষ্টার দরকার। আহ্বান থাকবে পলিথিন ব্যবহার না করার। রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজের লাভ না দেখে রাষ্ট্রের লাভের কথা চিন্তা করবেন। পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীর ক্ষতি হয় না, ক্ষতি হয় ভোক্তার। ক্রেতারও যেন চটের ব্যাগ নিয়ে আসে বাজারে তার জন্যেও প্রচার প্রচারণা করা হবে। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যবহার করা যাবে না।

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. মিজানুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল সাহা, নাজমুল আলম পাটওয়ারী, পরেশ মালাকারসহ শহরের বিভিন্ন ব্যবসায়ী নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত