অনলাইন ডেস্ক
প্রবল শৈত্যপ্রবাহের কবলে সুইডেন ও ফিনল্যান্ড। উত্তর সুইডেনে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে দাঁড়িয়েছে। টানা দুই দিন ধরে এই পরিস্থিতির কারণে সড়ক ও রেলযোগাযোগ বিপর্যস্ত।
সুইডেনের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দেশের অনেকগুলো জায়গায় তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪০ ডিগ্রি নিচে।
দেশের উত্তরতম প্রান্ত ল্যাপল্যান্ড মাউন্টেনে তাপমাত্রা ছিল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৯ সালের পর জানুয়ারি মাসে সুইডেনে কখনো এত ঠান্ডা পড়েনি। উত্তর-পূর্বের শহর উমিয়ায় এত শীত গত ১২ বছরে পড়েনি। এখানে অধিকাংশ ট্রেন বাতিল করতে হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুইডেনের উত্তর-পূর্বে এবং ফিনল্য়ান্ডের উত্তরে উচ্চ চাপযুক্ত শীতল হাওয়া বইছে। এর কারণেই তাপমাত্রা এতটা কমে গেছে। বলা হয়েছে, এটাই জানুয়ারির সবচেয়ে শীতলতম দিন। গোটা জানুয়ারি মাসে এ রকম আবহাওয়াই থাকবে।
২০০১ সালে সুইডেনের স্টোরবোতে তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস। সেটাই হলো সুইডেনে শীতলতম দিন।
ফিনল্যান্ডের অবস্থা
সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ২০ থেকে ৩০-এর মধ্যে ঘোরাফেরা করছে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
খারাপ আবহাওয়া ও বরফের জন্য দক্ষিণ ফিনল্যান্ডে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি চলছে না। রেল চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে।
ডেনমার্ক পুলিশ জানিয়েছে, মানুষ যেন উত্তর ও পশ্চিম দিকে না যায়। বিশেষ করে গাড়ি নিয়ে এসব জায়গায় যাওয়া এখন খুবই বিপজ্জনক।
প্রবল শৈত্যপ্রবাহের কবলে সুইডেন ও ফিনল্যান্ড। উত্তর সুইডেনে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে দাঁড়িয়েছে। টানা দুই দিন ধরে এই পরিস্থিতির কারণে সড়ক ও রেলযোগাযোগ বিপর্যস্ত।
সুইডেনের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দেশের অনেকগুলো জায়গায় তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪০ ডিগ্রি নিচে।
দেশের উত্তরতম প্রান্ত ল্যাপল্যান্ড মাউন্টেনে তাপমাত্রা ছিল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৯ সালের পর জানুয়ারি মাসে সুইডেনে কখনো এত ঠান্ডা পড়েনি। উত্তর-পূর্বের শহর উমিয়ায় এত শীত গত ১২ বছরে পড়েনি। এখানে অধিকাংশ ট্রেন বাতিল করতে হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুইডেনের উত্তর-পূর্বে এবং ফিনল্য়ান্ডের উত্তরে উচ্চ চাপযুক্ত শীতল হাওয়া বইছে। এর কারণেই তাপমাত্রা এতটা কমে গেছে। বলা হয়েছে, এটাই জানুয়ারির সবচেয়ে শীতলতম দিন। গোটা জানুয়ারি মাসে এ রকম আবহাওয়াই থাকবে।
২০০১ সালে সুইডেনের স্টোরবোতে তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস। সেটাই হলো সুইডেনে শীতলতম দিন।
ফিনল্যান্ডের অবস্থা
সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ২০ থেকে ৩০-এর মধ্যে ঘোরাফেরা করছে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
খারাপ আবহাওয়া ও বরফের জন্য দক্ষিণ ফিনল্যান্ডে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি চলছে না। রেল চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে।
ডেনমার্ক পুলিশ জানিয়েছে, মানুষ যেন উত্তর ও পশ্চিম দিকে না যায়। বিশেষ করে গাড়ি নিয়ে এসব জায়গায় যাওয়া এখন খুবই বিপজ্জনক।
পাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১০ ঘণ্টা আগেঢাকার বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কমলেও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৮১, অবস্থান ষষ্ঠ। অন্যদিকে দুদিনের ব্যবধানে আবারও পাকিস্তানের লাহোর বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। এরপরে আছে ভারতের রাজধানী দিল্লি। এ ছাড়াও শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে মঙ্গোলিয়া ও ই
১৯ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লি এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বায়ুদূষণ আজও ভয়াবহ মাত্রায় রয়েছে। আজ বুধবার সকালে শহরের বেশির ভাগ এলাকায় বাতাসের গুণমান সূচক (একিউআই) ৫০০ ছাড়িয়ে গেছে। ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি শহর, দৃশ্যময়তা কমে যাওয়ার ফলে পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। এর পরে আছে পাকিস্তানের শহর লাহোর...
২ দিন আগেভারতের রাজধানী দিল্লি এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। আজ মঙ্গলবার সকালে শহরের বেশির ভাগ এলাকায় বাতাসের গুণমান সূচক (একিউআই) ৫০০ ছাড়িয়ে গেছে। এটি চলতি মরসুমে সর্বোচ্চ এবং ‘অতি ভয়ানক’ পর্যায়ে রয়েছে।
৩ দিন আগে