প্রতিনিধি
ঢাবি: জাস্টবিন ব্যবহারে উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসানো হয়েছে বোতল ঝুড়ি। লোহার রড দিয়ে বানানো এসব বোতল আকৃতির রঙিন ঝুড়িতে ফেলা যাবে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা।
গত বুধবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এসব ঝুড়ি বসানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফুল ইসলাম বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। জলাবদ্ধতা ও যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার যে সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে তা এই অভিনব উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও কমবে বলে আশা করি।
এ বিষয়ে জানতে চাইলে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদ বলেন, জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমার ওয়ার্ডের যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি হয়এবং মানুষ বোতল, প্লাস্টিক ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করেন সেসব জায়গায় আমরা এ বোতল আকৃতির লোহার ঝুড়ি বসাবো। এরই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথম বসিয়েছি। এ ধারা এখনো চলমান। আমরা আশা করছি, মানুষ এ বিষয়ে সচেতনতা অবলম্বন করে ঢাকা শহরকে জলাবদ্ধতা মুক্ত করতে সহযোগিতা করবে।
ঢাবি: জাস্টবিন ব্যবহারে উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসানো হয়েছে বোতল ঝুড়ি। লোহার রড দিয়ে বানানো এসব বোতল আকৃতির রঙিন ঝুড়িতে ফেলা যাবে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা।
গত বুধবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এসব ঝুড়ি বসানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফুল ইসলাম বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। জলাবদ্ধতা ও যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার যে সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে তা এই অভিনব উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও কমবে বলে আশা করি।
এ বিষয়ে জানতে চাইলে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদ বলেন, জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমার ওয়ার্ডের যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি হয়এবং মানুষ বোতল, প্লাস্টিক ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করেন সেসব জায়গায় আমরা এ বোতল আকৃতির লোহার ঝুড়ি বসাবো। এরই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথম বসিয়েছি। এ ধারা এখনো চলমান। আমরা আশা করছি, মানুষ এ বিষয়ে সচেতনতা অবলম্বন করে ঢাকা শহরকে জলাবদ্ধতা মুক্ত করতে সহযোগিতা করবে।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
১ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
১ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১৬ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১ দিন আগে