নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের সবচেয়ে বেশি নদী আইন আছে বাংলাদেশে। নদী রক্ষায় এ পর্যন্ত ৩১টি আইন করা হয়েছে, তবে এর বাস্তবায়ন নেই। বলা যায়, 'কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই' এমন অবস্থা। নদী বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আজ শনিবার বিশ্ব নদী দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত এক সেমিনারে নদী গবেষকেরা এসব কথা বলেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দখল, দূষণ আর বালু তোলার কারণে নদীমাতৃক বাংলাদেশের উপাধি হারাতে বসেছে। প্রতিবছর বাড়ছে মৃত নদীর সংখ্যা। এ দেশের নদী না বাঁচলে কৃষি বাঁচবে না। কৃষি না বাঁচলে খাদ্য নিরাপত্তা অনিশ্চয়তায় পড়বে। এখনো বাংলাদেশে সড়কপথের চেয়ে নদীপথের দৈর্ঘ্য বেশি। সুস্থ জীবন, ব্যবসা-বাণিজ্য বা অর্থনীতির গুরুত্ব বিচারে নদীপথের প্রবাহ ঠিক রাখা জরুরি।
বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত একের পর এক নদী রক্ষার পক্ষে রায় দিচ্ছেন। দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারেও নদী রক্ষার অঙ্গীকার থাকছে। তার পরও নদী দখল থামছে না। নদী থেকে বালু ওঠালে কাঁচা টাকা পাওয়া যাওয়ায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরা এ কাজে জড়িত। তাই নদীকে বাঁচাতে হলে জ্ঞানভিত্তিক নদী আন্দোলন করতে হবে। জীবন ও জীবিকার স্বার্থে দক্ষিণ এশিয়ার অন্যান্য নদীসমৃদ্ধ দেশের সঙ্গে যোগাযোগ ও কৌশলগত সম্পর্ক বাড়াতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে প্রতিবছর ২৬ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস পালন করে বাংলাদেশ। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'মানুষের জন্য নদী'।
অনলাইন আলোচনাসভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী কবীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল, নদী গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্তরা অংশ নেন।
বিশ্বের সবচেয়ে বেশি নদী আইন আছে বাংলাদেশে। নদী রক্ষায় এ পর্যন্ত ৩১টি আইন করা হয়েছে, তবে এর বাস্তবায়ন নেই। বলা যায়, 'কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই' এমন অবস্থা। নদী বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আজ শনিবার বিশ্ব নদী দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত এক সেমিনারে নদী গবেষকেরা এসব কথা বলেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দখল, দূষণ আর বালু তোলার কারণে নদীমাতৃক বাংলাদেশের উপাধি হারাতে বসেছে। প্রতিবছর বাড়ছে মৃত নদীর সংখ্যা। এ দেশের নদী না বাঁচলে কৃষি বাঁচবে না। কৃষি না বাঁচলে খাদ্য নিরাপত্তা অনিশ্চয়তায় পড়বে। এখনো বাংলাদেশে সড়কপথের চেয়ে নদীপথের দৈর্ঘ্য বেশি। সুস্থ জীবন, ব্যবসা-বাণিজ্য বা অর্থনীতির গুরুত্ব বিচারে নদীপথের প্রবাহ ঠিক রাখা জরুরি।
বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত একের পর এক নদী রক্ষার পক্ষে রায় দিচ্ছেন। দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারেও নদী রক্ষার অঙ্গীকার থাকছে। তার পরও নদী দখল থামছে না। নদী থেকে বালু ওঠালে কাঁচা টাকা পাওয়া যাওয়ায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরা এ কাজে জড়িত। তাই নদীকে বাঁচাতে হলে জ্ঞানভিত্তিক নদী আন্দোলন করতে হবে। জীবন ও জীবিকার স্বার্থে দক্ষিণ এশিয়ার অন্যান্য নদীসমৃদ্ধ দেশের সঙ্গে যোগাযোগ ও কৌশলগত সম্পর্ক বাড়াতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে প্রতিবছর ২৬ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস পালন করে বাংলাদেশ। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'মানুষের জন্য নদী'।
অনলাইন আলোচনাসভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী কবীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল, নদী গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্তরা অংশ নেন।
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এখানকার খালগুলো খননের বিকল্প নেই। একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণে আমাদের ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে
৬ ঘণ্টা আগেযেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুতরাং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে পরিবেশ সংরক্ষণ সহজতর হবে...
১১ ঘণ্টা আগেঢাকার বাতাসের তেমন উন্নতি হয়নি। আজ বুধবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। সকাল ৮টার রেকর্ড অনুযায়ী, ১৭১ বায়ুমান নিয়ে ঢাকার বাতাস আজকে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ৭ম স্থানে ছিল
১৯ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে প্রথম দিকেই আছে বাংলাদেশের রাজধানী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ৭ম স্থানে রয়েছে ঢাকা। গতকাল সোমবার সকাল ৮টার রেকর্ড অনুযায়ী বায়ুমান ২৫৮ নিয়ে শীর্ষে ছিল ঢাকা।
২ দিন আগে