অনলাইন ডেস্ক
দুনিয়ার বড় শহরগুলিতে ২০৩০ সাল নাগাদ অর্ধেক মানুষের চলাচলের বাহন হবে পরিবেশবান্ধব বাইসাইকেল। এই লক্ষ্যে আমস্টারডামভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা (বিওয়াইসিএস) ‘ফিফটি বাই থার্টি’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।
এই উদ্যোগেরই একটি অংশ ‘বাইসাইকেল মেয়র’। কর্মস্থলে যাওয়াসহ দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন এমন আবেদনকারীদের অনলাইন ইন্টারভিউর নিয়ে ‘বাইসাইকেল মেয়র’ নির্বাচিত করা হয়। এই মেয়রের কাজ সাইকেল ব্যবহারের সুফল মানুষের কাছে তুলে ধরা, সরকারি-বেসরকারি নানা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা।
এরই ধারাবাহিকতায় বাইসাইকেল ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছেন হায়দরাবাদের ‘বাইসাইকেল মেয়র’ সনাথানা সেলভান।' প্রজেক্ট দিয়া' নামের এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে সাইকেলের পুনর্ব্যবহার। সেলভানের সাইক্লিস্ট দল বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত, মরিচা পড়া, পুরোনো সাইকেল সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করছে। এই সাইকেলগুলো বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে নতুন ব্যবহারকারীর মাঝে। প্রাথমিকভাবে সাইকেল বিতরণ করা হচ্ছে খবর কাগজ বিক্রেতাসহ জীবিকার কাজে সাইকেল ব্যবহার করেন এমন লোকদের মাঝে। সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে হায়দরাবাদকে 'পুনরায় গড়ে তুলতে চান' হায়দরাবাদের এ বাইসাইকেল মেয়র।
এই কাজটি করার জন্য আটজনের একটি স্বেচ্ছাসেবক দল রয়েছে। এরা একটি ট্রাকের মাধ্যমে অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে। এক জায়গায় এ সাইকেলগুলো রাখে, মেরামতে অর্থায়ন করে ও মেরামত করে। এ পর্যন্ত এভাবে অন্তত ৫০টি ভাঙা/অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে স্থানীয় মেকানিক দ্বারা ঠিক করিয়েছেন। এরই মধ্যে চেরমালু সাইক্লিস্ট ইউনিয়নের ২৫ সদস্যের (পত্রিকা বিক্রেতা) মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
উদ্যোগ প্রসঙ্গে সেলভান আরও বলেন, 'আর্থিক সক্ষমতার কারণে অনেকে সাইকেল ব্যবহার করতে পারে না। আমরা ইসিআইএল পেপার-বিক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করি। মেরামতের খরচ বহন করাও অনেকের জন্য কঠিন। তাঁদের সহায়তা করার উদ্দেশ্যেই এই প্রজেক্ট দিয়া।' গেটেড কমিউনিটি, কলেজসহ যেখানে এমন পুরোনো সাইকেল প্রচুর পাওয়া যায় তাঁদের সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন সেলভান। আর পুরোনো সাইকেল দান করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে ৯৬২৯৫৫৭৮৬৬ নম্বরে।
দুনিয়ার বড় শহরগুলিতে ২০৩০ সাল নাগাদ অর্ধেক মানুষের চলাচলের বাহন হবে পরিবেশবান্ধব বাইসাইকেল। এই লক্ষ্যে আমস্টারডামভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা (বিওয়াইসিএস) ‘ফিফটি বাই থার্টি’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।
এই উদ্যোগেরই একটি অংশ ‘বাইসাইকেল মেয়র’। কর্মস্থলে যাওয়াসহ দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন এমন আবেদনকারীদের অনলাইন ইন্টারভিউর নিয়ে ‘বাইসাইকেল মেয়র’ নির্বাচিত করা হয়। এই মেয়রের কাজ সাইকেল ব্যবহারের সুফল মানুষের কাছে তুলে ধরা, সরকারি-বেসরকারি নানা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা।
এরই ধারাবাহিকতায় বাইসাইকেল ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছেন হায়দরাবাদের ‘বাইসাইকেল মেয়র’ সনাথানা সেলভান।' প্রজেক্ট দিয়া' নামের এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে সাইকেলের পুনর্ব্যবহার। সেলভানের সাইক্লিস্ট দল বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত, মরিচা পড়া, পুরোনো সাইকেল সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করছে। এই সাইকেলগুলো বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে নতুন ব্যবহারকারীর মাঝে। প্রাথমিকভাবে সাইকেল বিতরণ করা হচ্ছে খবর কাগজ বিক্রেতাসহ জীবিকার কাজে সাইকেল ব্যবহার করেন এমন লোকদের মাঝে। সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে হায়দরাবাদকে 'পুনরায় গড়ে তুলতে চান' হায়দরাবাদের এ বাইসাইকেল মেয়র।
এই কাজটি করার জন্য আটজনের একটি স্বেচ্ছাসেবক দল রয়েছে। এরা একটি ট্রাকের মাধ্যমে অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে। এক জায়গায় এ সাইকেলগুলো রাখে, মেরামতে অর্থায়ন করে ও মেরামত করে। এ পর্যন্ত এভাবে অন্তত ৫০টি ভাঙা/অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে স্থানীয় মেকানিক দ্বারা ঠিক করিয়েছেন। এরই মধ্যে চেরমালু সাইক্লিস্ট ইউনিয়নের ২৫ সদস্যের (পত্রিকা বিক্রেতা) মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
উদ্যোগ প্রসঙ্গে সেলভান আরও বলেন, 'আর্থিক সক্ষমতার কারণে অনেকে সাইকেল ব্যবহার করতে পারে না। আমরা ইসিআইএল পেপার-বিক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করি। মেরামতের খরচ বহন করাও অনেকের জন্য কঠিন। তাঁদের সহায়তা করার উদ্দেশ্যেই এই প্রজেক্ট দিয়া।' গেটেড কমিউনিটি, কলেজসহ যেখানে এমন পুরোনো সাইকেল প্রচুর পাওয়া যায় তাঁদের সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন সেলভান। আর পুরোনো সাইকেল দান করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে ৯৬২৯৫৫৭৮৬৬ নম্বরে।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়...
৩ ঘণ্টা আগেঅতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
১ দিন আগেঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ২৯১। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়...
১ দিন আগেকক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সম্মেলনে তিনি এ কথা বলেন।
২ দিন আগে