নভেম্বরে যেমন থাকবে আবহাওয়া, শীত নামবে কবে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৪: ৩০
Thumbnail image
ছবি: মিলন শেখ

চলতি মাসেও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মূলত নভেম্বর মাসে সাগরে দুই থেকে তিনটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সেই সঙ্গে এই মাসে তাপমাত্রা ক্রমাগত কমতে থাকবে। ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাসহ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাস বার্তায় জানানো হয়েছে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত মাসের আবহাওয়া পর্যালোচনা ও চলতি মাসের আবহাওয়া-জলবায়ু সম্ভাব্য বিষয় তুলে ধরা হয়।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস বার্তায় জানানো হয়, নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।

এতে আরও বলা হয়, এই মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এ মাসে সারা দেশে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা, মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে।

অক্টোবর মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, সারা দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম, চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে।

দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস তৈরিতে বিশেষজ্ঞরা বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত গ্লোবাল প্রডিউসিং সেন্টার (জিপিসি), ইসিএমডব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই-কলম্বিয়া ইউনিভার্সিটি, এপিইসি ক্লাইমেট সেন্টার, আরআইএমইএস এবং সিথ্রিএস থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এসওআই (এল-নিনো ও লা-নিনার অবস্থা) ইত্যাদি বিশ্লেষণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত