বৃষ্টির বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১৩: ২২
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৪: ১৫

সারা দেশে বৃষ্টিপাতের আওতা কমতে শুরু করেছে। বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। তবে এর মধ্যেও দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

এদিকে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত