কপ-২৭ পুরস্কার পেল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

অনলাইন ডেস্ক
Thumbnail image

মিসরের শারম-আল-শেখে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন, কপ-২৭। সম্মেলনে জলবায়ু অভিযোজনে অবদানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) ‘লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশসহ চারটি দেশ। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, নেপাল ও কেনিয়া। 

রোববার (১৩ নভেম্বর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের ওয়েবসাইটে বলেছে, নারীদের উদ্যোগে পৃষ্ঠপোষকতা করে ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব’ ক্যাটাগরিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুরস্কার জিতেছে। জুরাছড়ি উপজেলার পাঁচ গ্রামে খরা, ভূমিধস এবং আকস্মিক বন্যা লেগে থাকে। সেখানে নারীরা নিজেদের প্রচেষ্টায় পানির কষ্ট লাঘব করেছেন। তাদের উদ্যোগে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করেছে রাঙামাটি জেলা পরিষদ। ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ডেনমার্ক উন্নয়ন করপোরেশনের (ডানিডা) সহায়তায় রাঙামাটি জেলা পরিষদ সৌরবিদ্যুৎ-ভিত্তিক নিরাপদ পানি সরবরাহ সুবিধা এবং সংকটের সময় নিরাপদ পানির ব্যবস্থার জন্য কাজ করেছে। 

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন বলেন, ‘আমাদের বিজয়ীরা দেখিয়ে দিয়েছেন যে, জলবায়ু সংকট মোকাবিলায় সম্প্রদায়কেন্দ্রিক ও স্থানীয়ভাবে সমস্যা সমাধান সম্ভব। তাদের সমর্থন এবং স্বীকৃতি প্রয়োজন।’ 

রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, ‘উদ্যোগটি স্থানীয় ও প্রথাগত ব্যবস্থাপনার এক সম্মিলিত রূপ। এটি প্রান্তিক পর্যায়ে জলবায়ু অভিযোজনের জন্য করা হয়েছে। এই উদ্যোগ শুধু টেকসই–ই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অন্যরাও যথাযথভাবে এবং কার্যকরভাবে এ উদ্যোগ অনুসরণ করতে পারে।’

জুরাছড়ি উপজেলায় নিজেদের প্রচেষ্টায় পানির কষ্ট লাঘব করেছেন নারীরারাঙামাটি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা বলেন, এখন মানুষের কাছে বিশুদ্ধ পানি রয়েছে। তারা তাদের ড্রাগন ফল, আম এবং লিচুর বাগানে পানি দিতে পারছেন। তারা চাষাবাদ করতে পারছে। এতে তারা একদিকে যেমন খাদ্য পাচ্ছে অন্যদিকে আয়ও হচ্ছে। 

উল্লেখ্য, রাঙামাটি জেলা পরিষদ ছাড়া বাকি তিন পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান হলো ভারতের পুনের বেসরকারি সংগঠন স্বয়াম শিক্ষণ প্রয়োগ, নেপালের বেসরকারি সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি ফোরাম, নেপাল (সিডিএএফএন) এবং কেনিয়ার সংগঠন অ্যাডাপটেশন কনসোর্শিয়াম। বিজয়ীদের প্রত্যেকে ১৫ হাজার ইউরো করে তহবিল পাবের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত