অনলাইন ডেস্ক
মিসরের শারম-আল-শেখে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন, কপ-২৭। সম্মেলনে জলবায়ু অভিযোজনে অবদানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) ‘লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশসহ চারটি দেশ। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, নেপাল ও কেনিয়া।
রোববার (১৩ নভেম্বর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের ওয়েবসাইটে বলেছে, নারীদের উদ্যোগে পৃষ্ঠপোষকতা করে ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব’ ক্যাটাগরিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুরস্কার জিতেছে। জুরাছড়ি উপজেলার পাঁচ গ্রামে খরা, ভূমিধস এবং আকস্মিক বন্যা লেগে থাকে। সেখানে নারীরা নিজেদের প্রচেষ্টায় পানির কষ্ট লাঘব করেছেন। তাদের উদ্যোগে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করেছে রাঙামাটি জেলা পরিষদ। ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ডেনমার্ক উন্নয়ন করপোরেশনের (ডানিডা) সহায়তায় রাঙামাটি জেলা পরিষদ সৌরবিদ্যুৎ-ভিত্তিক নিরাপদ পানি সরবরাহ সুবিধা এবং সংকটের সময় নিরাপদ পানির ব্যবস্থার জন্য কাজ করেছে।
গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন বলেন, ‘আমাদের বিজয়ীরা দেখিয়ে দিয়েছেন যে, জলবায়ু সংকট মোকাবিলায় সম্প্রদায়কেন্দ্রিক ও স্থানীয়ভাবে সমস্যা সমাধান সম্ভব। তাদের সমর্থন এবং স্বীকৃতি প্রয়োজন।’
রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, ‘উদ্যোগটি স্থানীয় ও প্রথাগত ব্যবস্থাপনার এক সম্মিলিত রূপ। এটি প্রান্তিক পর্যায়ে জলবায়ু অভিযোজনের জন্য করা হয়েছে। এই উদ্যোগ শুধু টেকসই–ই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অন্যরাও যথাযথভাবে এবং কার্যকরভাবে এ উদ্যোগ অনুসরণ করতে পারে।’
রাঙামাটি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা বলেন, এখন মানুষের কাছে বিশুদ্ধ পানি রয়েছে। তারা তাদের ড্রাগন ফল, আম এবং লিচুর বাগানে পানি দিতে পারছেন। তারা চাষাবাদ করতে পারছে। এতে তারা একদিকে যেমন খাদ্য পাচ্ছে অন্যদিকে আয়ও হচ্ছে।
উল্লেখ্য, রাঙামাটি জেলা পরিষদ ছাড়া বাকি তিন পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান হলো ভারতের পুনের বেসরকারি সংগঠন স্বয়াম শিক্ষণ প্রয়োগ, নেপালের বেসরকারি সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি ফোরাম, নেপাল (সিডিএএফএন) এবং কেনিয়ার সংগঠন অ্যাডাপটেশন কনসোর্শিয়াম। বিজয়ীদের প্রত্যেকে ১৫ হাজার ইউরো করে তহবিল পাবের।
মিসরের শারম-আল-শেখে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন, কপ-২৭। সম্মেলনে জলবায়ু অভিযোজনে অবদানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) ‘লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশসহ চারটি দেশ। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, নেপাল ও কেনিয়া।
রোববার (১৩ নভেম্বর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের ওয়েবসাইটে বলেছে, নারীদের উদ্যোগে পৃষ্ঠপোষকতা করে ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব’ ক্যাটাগরিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুরস্কার জিতেছে। জুরাছড়ি উপজেলার পাঁচ গ্রামে খরা, ভূমিধস এবং আকস্মিক বন্যা লেগে থাকে। সেখানে নারীরা নিজেদের প্রচেষ্টায় পানির কষ্ট লাঘব করেছেন। তাদের উদ্যোগে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করেছে রাঙামাটি জেলা পরিষদ। ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ডেনমার্ক উন্নয়ন করপোরেশনের (ডানিডা) সহায়তায় রাঙামাটি জেলা পরিষদ সৌরবিদ্যুৎ-ভিত্তিক নিরাপদ পানি সরবরাহ সুবিধা এবং সংকটের সময় নিরাপদ পানির ব্যবস্থার জন্য কাজ করেছে।
গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন বলেন, ‘আমাদের বিজয়ীরা দেখিয়ে দিয়েছেন যে, জলবায়ু সংকট মোকাবিলায় সম্প্রদায়কেন্দ্রিক ও স্থানীয়ভাবে সমস্যা সমাধান সম্ভব। তাদের সমর্থন এবং স্বীকৃতি প্রয়োজন।’
রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, ‘উদ্যোগটি স্থানীয় ও প্রথাগত ব্যবস্থাপনার এক সম্মিলিত রূপ। এটি প্রান্তিক পর্যায়ে জলবায়ু অভিযোজনের জন্য করা হয়েছে। এই উদ্যোগ শুধু টেকসই–ই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অন্যরাও যথাযথভাবে এবং কার্যকরভাবে এ উদ্যোগ অনুসরণ করতে পারে।’
রাঙামাটি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা বলেন, এখন মানুষের কাছে বিশুদ্ধ পানি রয়েছে। তারা তাদের ড্রাগন ফল, আম এবং লিচুর বাগানে পানি দিতে পারছেন। তারা চাষাবাদ করতে পারছে। এতে তারা একদিকে যেমন খাদ্য পাচ্ছে অন্যদিকে আয়ও হচ্ছে।
উল্লেখ্য, রাঙামাটি জেলা পরিষদ ছাড়া বাকি তিন পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান হলো ভারতের পুনের বেসরকারি সংগঠন স্বয়াম শিক্ষণ প্রয়োগ, নেপালের বেসরকারি সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি ফোরাম, নেপাল (সিডিএএফএন) এবং কেনিয়ার সংগঠন অ্যাডাপটেশন কনসোর্শিয়াম। বিজয়ীদের প্রত্যেকে ১৫ হাজার ইউরো করে তহবিল পাবের।
অতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
১৮ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ২৯১। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়...
২০ ঘণ্টা আগেকক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সম্মেলনে তিনি এ কথা বলেন।
১ দিন আগেঅবিলম্বে প্রাণ-প্রকৃতি পুনরুদ্ধার ও কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ না নেওয়া হলে ২০৭০-২০৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প
২ দিন আগে