নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটি মোটরবাইকের দাম যদি মিলিয়ন ডলারে হয়, তাহলে চমকে যাওয়ারই কথা। এই সুপার বাইকগুলো অত্যাধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন কারণে ভীষণ দামি। বিশ্বের সবচেয়ে দামি ৫টি বাইকের কথা রইল আপনাদের জন্য।
৫. হারলে ডেভিডসন কসমিক স্টারশিপ
অনেক পরিচিত ও বিখ্যাত এই মোটরসাইকেলের দাম ১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি ২৬ লাখ টাকা! এই বাইকটির ওপর এক স্তরের পেইন্ট করা আছে বলে এটি কারও কাছে একটি শিল্পকর্ম হিসেবেও বিবেচিত হয়ে থাকে। হারলে ডেভিডসন নির্দেশিত সার্ভিসিংয়ে থাকলে এই বাইকের ইঞ্জিন ১ লাখ কিলোমিটার কোনো সমস্যা না করেই চলবে।
৪. বিএমএস নেহেমেসিস
এর দাম ৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ কোটি ৫১ লাখ টাকা! এটি এয়ার-রাইড সিস্টেমের মোটরবাইক, যা একমুখী সুইংআর্ম রিয়ার সাসপেনশনসহ মোটরসাইকেলটিকে ১০ ইঞ্চি তুলতে ও নামাতে পারে। এর কোনো সাইড স্ট্যান্ড নেই। এ বাইকটিকে তার ফ্রেমের রেলের ওপর পার্ক করে রাখা হয়। এই বাইকটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি।
৩.ইকোস ইএস১ স্পিরিট
এর দাম ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৪ কোটি ২২ লাখ টাকা! এই সুপার বাইকটি চার ইঞ্জিনবিশিষ্ট এবং প্রতি ঘণ্টায় ২৪০ মাইল গতির ইকোস ইএস১ স্পিরিট বাইকটির ওজন মাত্র ১২০ কেজি। আমেরিকার বাসিন্দা ডন অ্যাচিসন এবং দুই ব্রিটিশ অধিবাসী রিচার্ড গ্লোভার ও অ্যান্ডি লে ফ্লেমিং মিলে এই সুপার বাইক তৈরির পরিকল্পনা করেছিলেন।
২. ১৯৪৯ ই৯০ এজেএস পোর্কুপাইন
এর দাম ৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৬ কোটি ৫৩ লাখ টাকা! এজেএস ১৯৪৯ সালে মাত্র ৪টি পোর্কুপাইন মোটরসাইকেল তৈরি করেছিল। ৫০০ সিসির এই বাইক অ্যালুমিনিয়াম অ্যালয়ে তৈরি। হেডসহ ডিওএইচসি টুইন ইঞ্জিনের এই বাইকের সিলিন্ডার অনুভূমিক।
১. নেইমান মার্কাস লিমিটেড সংস্করণ ফাইটার
এর দাম ১১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪৫ কোটি টাকা! এখন পর্যন্ত মাত্র ৪৫টি নেইমান মার্কাস লিমিটেড সংস্করণ ফাইটার বাইক বাজারে ছাড়া হয়েছে। এই বাইক একটি সিঙ্গেল মেটাল পিস দিয়ে তৈরি। এর গতিবেগ প্রতি ঘণ্টায় ১৯০ মাইল। এর ৪৫ ডিগ্রি এয়ারকুলড ভি-টুইন ইঞ্জিন টাইটান ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এর যন্ত্রাংশে কার্বন ফাইবার ব্যবহার করে হয়েছে।
তথ্য: ফাইন্যান্স অনলাইন ডট কম
মোটরবাইক সম্পর্কিত আরও পড়ুন:
একটি মোটরবাইকের দাম যদি মিলিয়ন ডলারে হয়, তাহলে চমকে যাওয়ারই কথা। এই সুপার বাইকগুলো অত্যাধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন কারণে ভীষণ দামি। বিশ্বের সবচেয়ে দামি ৫টি বাইকের কথা রইল আপনাদের জন্য।
৫. হারলে ডেভিডসন কসমিক স্টারশিপ
অনেক পরিচিত ও বিখ্যাত এই মোটরসাইকেলের দাম ১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি ২৬ লাখ টাকা! এই বাইকটির ওপর এক স্তরের পেইন্ট করা আছে বলে এটি কারও কাছে একটি শিল্পকর্ম হিসেবেও বিবেচিত হয়ে থাকে। হারলে ডেভিডসন নির্দেশিত সার্ভিসিংয়ে থাকলে এই বাইকের ইঞ্জিন ১ লাখ কিলোমিটার কোনো সমস্যা না করেই চলবে।
৪. বিএমএস নেহেমেসিস
এর দাম ৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ কোটি ৫১ লাখ টাকা! এটি এয়ার-রাইড সিস্টেমের মোটরবাইক, যা একমুখী সুইংআর্ম রিয়ার সাসপেনশনসহ মোটরসাইকেলটিকে ১০ ইঞ্চি তুলতে ও নামাতে পারে। এর কোনো সাইড স্ট্যান্ড নেই। এ বাইকটিকে তার ফ্রেমের রেলের ওপর পার্ক করে রাখা হয়। এই বাইকটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি।
৩.ইকোস ইএস১ স্পিরিট
এর দাম ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৪ কোটি ২২ লাখ টাকা! এই সুপার বাইকটি চার ইঞ্জিনবিশিষ্ট এবং প্রতি ঘণ্টায় ২৪০ মাইল গতির ইকোস ইএস১ স্পিরিট বাইকটির ওজন মাত্র ১২০ কেজি। আমেরিকার বাসিন্দা ডন অ্যাচিসন এবং দুই ব্রিটিশ অধিবাসী রিচার্ড গ্লোভার ও অ্যান্ডি লে ফ্লেমিং মিলে এই সুপার বাইক তৈরির পরিকল্পনা করেছিলেন।
২. ১৯৪৯ ই৯০ এজেএস পোর্কুপাইন
এর দাম ৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৬ কোটি ৫৩ লাখ টাকা! এজেএস ১৯৪৯ সালে মাত্র ৪টি পোর্কুপাইন মোটরসাইকেল তৈরি করেছিল। ৫০০ সিসির এই বাইক অ্যালুমিনিয়াম অ্যালয়ে তৈরি। হেডসহ ডিওএইচসি টুইন ইঞ্জিনের এই বাইকের সিলিন্ডার অনুভূমিক।
১. নেইমান মার্কাস লিমিটেড সংস্করণ ফাইটার
এর দাম ১১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪৫ কোটি টাকা! এখন পর্যন্ত মাত্র ৪৫টি নেইমান মার্কাস লিমিটেড সংস্করণ ফাইটার বাইক বাজারে ছাড়া হয়েছে। এই বাইক একটি সিঙ্গেল মেটাল পিস দিয়ে তৈরি। এর গতিবেগ প্রতি ঘণ্টায় ১৯০ মাইল। এর ৪৫ ডিগ্রি এয়ারকুলড ভি-টুইন ইঞ্জিন টাইটান ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এর যন্ত্রাংশে কার্বন ফাইবার ব্যবহার করে হয়েছে।
তথ্য: ফাইন্যান্স অনলাইন ডট কম
মোটরবাইক সম্পর্কিত আরও পড়ুন:
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে