Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় আহত ৪

বাঘারপাড়া প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২০: ১৪
নির্বাচনী সহিংসতায় আহত ৪

যশোরের বাঘারপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক আহত হয়েছেন। আটক করা হয়েছে চারজনকে। হামলার ঘটনায় ১১ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার জহুরপুর ইউনিয়নের হুলিহুট্ট জামতলার পাশে খাজুরা-চতুরবাড়ীয়া সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারী চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার এ সহিংসতার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ। পুলিশ ঘটনাস্থল থেকে নয়টি মোটরসাইকেল জব্দ করেছে।

আহতরা হলেন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশান্ত পাল, ছোট খুদা গ্রামের বোরহান উদ্দীন, একই গ্রামের হযরত আলী ও বেতালপাড়া গ্রামের মারুফ হোসেন।

মামলার আসামিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রিপন কুমার বিশ্বাস, একই উপজেলার আকাশ তরফদার, মাসুম বিল্লাহ ও তারেক মনোয়ার হৃদয়, বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের হলদা গ্রামের লাভলু, বেতালপাড়ার শিমুল হোসেন, মনিরুল ইসলাম, হুলিহট্ট গ্রামের জসিম উদ্দীন, মাসুদ হোসেন, ছোট খুদড়া গ্রামের রফিকুল ইসলাম ও সেলিম হোসেন। এ ছাড়া ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর মধ্যে ঘটনাস্থল থেকে আটক করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রিপন কুমার বিশ্বাস, একই উপজেলার আকাশ তরফদার, মাসুম বিল্লাহ ও তারেক মনোয়ার হৃদয়কে।

বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বদর উদ্দীন মোল্যা বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল শো-ডাউন শেষে বাড়ি ফেরার পথে আমার কর্মী–সমর্থকদের ওপর নৌকা প্রতীকের সমর্থকেরা হামলা চালায়। হামলায় আমার ৪ নেতা-কর্মী আহন হয়েছেন। হামলার সময়ে তাঁরা আমাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘এ হামলার ঘটনায় আমার কোনো লোকজন জড়িত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত