হাঙ্গেরি আর পূর্ণ গণতান্ত্রিক দেশ নয় : ইইউ

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯: ৪৭

হাঙ্গেরি আর পূর্ণ গণতান্ত্রিক দেশ নয় বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পার্লামেন্টে এ-সংক্রান্ত ভোট গ্রহণের পর গত বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। এই মতের পক্ষে ৪৩৩ ও বিপক্ষে ১২৩ জন ইইউ সদস্য ভোট দিয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, দেশটির নির্বাচিত স্বৈরাচারের হাইব্রিড শাসনে গণতান্ত্রিক নিয়মের গুরুতর লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে ইইউ।

আইনপ্রণেতারা দেশটির সাংবিধানিক ও নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, সম্ভাব্য দুর্নীতি, গণমাধ্যমের স্বাধীনতাসহ নানা বিষয় নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত