ভারতে সেরাদের তালিকায় জয়া ও বাঁধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

এ বছর বলিউডে যাত্রা শুরু করেছেন জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন দুই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্প্যানিয়নের চোখে চলতি বছরের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন জয়া ও বাঁধন।

এক দশকের বেশি সময় ধরে টালিউডে কাজ করা জয়া আহসানের বলিউড ডেব্যু হয়েছে ৮ ডিসেম্বর। সেদিন জি ফাইভে মুক্তি পায় জয়ার প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’। দুই সপ্তাহে সিনেমাটি দেখা হয়েছে ২০০ মিলিয়ন মিনিটের বেশি। মুক্তির পর সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও জয়া আহসান নিজের জায়গায় বাজিমাত করেছেন।

প্রশংসার পর এবার জয়া পেলেন স্বীকৃতি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফরম্যান্সের একটি তালিকা প্রস্তুত করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। সেখানে জায়গা করে নিয়েছেন জয়া আহসান। ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি: ব্রেকআউট পারফরম্যান্স’ শিরোনামের প্রতিবেদনে কোনো তালিকা উল্লেখ না করলেও প্রথমেই এসেছে জয়া আহসানের নাম ও ছবি। সঙ্গে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারত; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এ রকম নতুন কিছুর খোঁজেই আছি।’

বলিউডে প্রথম সিনেমা দিয়েই সেরাদের তালিকায় জায়গা পাওয়ায় আনন্দিত জয়া আহসান। আজকের পত্রিকাকে জয়া বলেন, ‘এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল। যে গণমাধ্যম এ তালিকাটা করেছে, ভারতে তাদের অবস্থান বেশ শক্তিশালী। তারা আমাকে নোটিশ করেছে, এটা বড় ব্যাপার। নারী-পুরুষ মিলিয়ে একটি তালিকা তৈরি হয়েছে। সেখানে আমার নাম এসেছে, এটা অনেক খুশির সংবাদ।

কাজের জন্য যখন কোনো স্বীকৃতি পাওয়া যায়, তখন মনে হয় কষ্টটা সার্থক হয়েছে, মন ভালো হয়ে যায়। যদিও আমার মনে হয়, এতে অতি উৎসাহী হওয়ার কিছু নেই। যাঁরা আমার কাজ ভালোবাসেন, সব সময় পাশে থাকেন, তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞতা।’

আজমেরী হক বাঁধনঅনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত কড়ক সিং সিনেমায় জয়া আহসানের বিপরীতে আছেন পঙ্কজ ত্রিপাঠি। আরও আছেন বলিউড অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।

জয়ার মতোই নিজের প্রথম বলিউড সিনেমা ‘খুফিয়া’ দিয়ে সেরাদের তালিকায় এসেছে বাঁধনের নাম। ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্প্যানিয়ন প্রকাশ করেছে ২০২৩-এর নারীকেন্দ্রিক সিনেমার পাঁচ অভিনেত্রীর নাম। ‘কুলেস্ট হিরোইনস অব দ্য ইয়ার’ শিরোনামের সেই তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। বাঁধনের প্রশংসা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খুফিয়া সিনেমায় টাবুর ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। এতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনের আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্স থেকেও চোখ সরানো দায়।’

এমন খবর জানার পর বাঁধন বলেন, ‘যেকোনো স্বীকৃতিই আনন্দের। কাজের গতি বাড়িয়ে দেয়। বছর শেষে ক্যারিয়ারে সাফল্যের নতুন পালক যুক্ত হওয়ায় ভালো লাগছে। তালিকাটি দেখার পর আমি নির্মাতা বিশাল ভরদ্বাজকে মেসেজ পাঠিয়েছি এবং কৃতজ্ঞতা জানিয়েছি।’

বলিউডের প্রশংসিত নির্মাতা বিশাল ভরদ্বাজ বানিয়েছেন খুফিয়া। বাঁধনের সঙ্গে এ সিনেমায় আরও অভিনয় করেছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজল প্রমুখ। গত ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত