সানজিদা সামরিন, ঢাকা
বাড়ির কাপড়ের আলমারিতে লাল পাড়ের সাদা জমিনের একটা শাড়ি থাকবেই, থাকবে। মানে থাকেই আরকি! সেটা বাড়ির ছোট্ট মেয়েটির নাচের ক্লাসের জন্য হোক বা শখ করে দু-একবার গায়ে তোলার জন্যই হোক। লাল-সাদায় মিশে আছে বাঙালিয়ানা। শরতের শুরু থেকে পূজার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। পূজার কোন দিন কী পোশাক পরা হবে, তাই নিয়ে যত জল্পনা-কল্পনা। পোশাক তৈরির কাজও কারিগরেরা শুরু করেন একটু আগে থেকেই। আর ঝলমলে যত পোশাকই থাকুক না কেন, পূজায় লাল-সাদা জুটির যেন বিকল্প নেই কোনো। সর্বকালেই একটু সাবেকি ধাঁচের সাজসজ্জা যাঁদের মনঃপূত, তাঁরা তো বটেই; যাঁরা নিত্য়নতুন ট্রেন্ডে গা ভাসান, তাঁদেরও ‘না’ নেই চিরন্তন এই রঙের মেলবন্ধনে।
শাড়িতে চিরন্তন
তসর, জামদানি, তাঁত, গরদ, মসলিন, কাতানসহ আরও কয়েক ধরনের শাড়িতে লাল-সাদার চিরাচরিত মেলবন্ধন চোখে পড়ে। বৈশাখের উৎসব থেকে শুরু করে পূজা এবং অন্যান্য অনুষ্ঠানেও সাজে স্নিগ্ধতা এনে দেয় লাল-সাদা শাড়ি। দিনের অনুষ্ঠানে তসর সিল্ক অনায়াসে গায়ে জড়িয়ে নেওয়া যায়। তসরের প্রাকৃতিক সোনালি আভার জন্যই এটি বেশি বিখ্যাত। লাল পাড়ের শাড়ির জমিনে সোনালি সুতো দিয়ে এমব্রয়ডারি করা থাকে। কোনো কোনো শাড়িতে থাকে ছাপার কাজও। এখন অবশ্য তাঁতের শাড়ির ট্রেন্ড। তাই নারীরা প্রাধান্য দিচ্ছেন এটিকে। একরঙা সাদা শাড়িতে লাল পাড় তো বটেই, ফুল ও অন্যান্য় মোটিফের তাঁতের শাড়ি আলমারিতে তোলাই থাকে। অন্যদিকে উৎসবেও যাঁরা একেবারেই সাধারণ বাঙালি সাজে অভ্যস্ত, তাঁরা ট্রেডিশনাল লাল পেড়ে সাদা কাতান পরেই ছুট দেন।
পশ্চিমা ঘরানায়
বর্তমানে জাম্পস্য়ুট খুব চলছে। লাল-সাদা ছাপা, পলকা ডট বা বাটিকের জাম্পস্য়ুটের ওপর সাদা বা অফ হোয়াইট শ্রাগ চড়িয়ে নেওয়া যায়। যাঁরা এক ছাঁটের লং গাউন পরেন, তাঁরা এই গরমে সুতির গাউন বানানোর সময় কোমর ও ঘেরে লাল-সাদা ও সোনালির সংমিশ্রণে লেইস ব্যবহার করতে পারেন।
প্রিন্টে ফিউশন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও যাঁরা কপালে টিপ পরতে ভালোবাসেন, হাতে জড়িয়ে নেন বেলি ফুলের মালা, লালের ওপর সাদা অথবা সাদার ওপর লাল প্রিন্টের পালাজ্জ, কুর্তা, স্কার্ট, টপস, শ্রাগ তাঁদের জন্যই। এতে পুরো লুকে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণ থাকে।
ব্লাউজের নতুনত্বে
অনেক সময় সাদামাটা শাড়িতেও জমকালো লুক পাওয়া যায় কেবল ব্লাউজের কারণে। ব্লাউজের নকশা, হাতা ও ফেব্রিকস বাছাই করা জরুরি। লাল-সাদা কম্বিনেশনের শাড়ির সঙ্গে মিলিয়ে, কনট্রাস্ট করে বা এক শেড বাড়িয়ে ব্লাউজের রং নির্বাচন করা যেতে পারে। শাড়ির ফেব্রিকসের সঙ্গে মিলিয়ে ব্লাউজ বানানো যায়। তবে ব্লাউজ বানানোর প্রবণতা এখন অনেকটাই কমে এসেছে। এর কারণ বিভিন্ন রকম রেডি টু ওয়্যার ব্লাউজ। চমৎকার ব্যাপার হচ্ছে, বিভিন্ন ক্রপ টপস স্কার্টের সঙ্গে পরা হচ্ছে এখন।
এই ব্লাউজ কাম টপস সাদরে গ্রহণ করছেন নারীরা। বিভিন্ন প্যাটার্নের, লুজ ফিটিং ইজি টু ওয়্যার এই ব্লাউজগুলোর গলায় ভিন্নতা দেখা যায়। এই টপস যেহেতু একটু লুজ ফিটিংয়ের হয়, তাই পিঠের দিকে হ্যান্ডপেইন্ট, এমব্রয়ডারির নকশাও থাকতে পারে তাতে। আবার একপাশের কাঁধে ভারী নকশা থাকতে পারে। এ ধরনের ব্লাউজের সঙ্গে ড্রেপিং স্টাইলে শাড়ি পরছেন এখন নারীরা। একরঙা সাদা বা অফ হোয়াইট শাড়ি হলে ব্লাউজটা লালের কোনো শেডে পরতে পারেন। অন্যদিকে শাড়িতে যদি লাল রংটাই মুখ্য হয়, তাহলে ব্লাউজ হতে পারে বাসন্তী, অফ হোয়াইট বা সোনালি রঙের।
বাড়ির কাপড়ের আলমারিতে লাল পাড়ের সাদা জমিনের একটা শাড়ি থাকবেই, থাকবে। মানে থাকেই আরকি! সেটা বাড়ির ছোট্ট মেয়েটির নাচের ক্লাসের জন্য হোক বা শখ করে দু-একবার গায়ে তোলার জন্যই হোক। লাল-সাদায় মিশে আছে বাঙালিয়ানা। শরতের শুরু থেকে পূজার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। পূজার কোন দিন কী পোশাক পরা হবে, তাই নিয়ে যত জল্পনা-কল্পনা। পোশাক তৈরির কাজও কারিগরেরা শুরু করেন একটু আগে থেকেই। আর ঝলমলে যত পোশাকই থাকুক না কেন, পূজায় লাল-সাদা জুটির যেন বিকল্প নেই কোনো। সর্বকালেই একটু সাবেকি ধাঁচের সাজসজ্জা যাঁদের মনঃপূত, তাঁরা তো বটেই; যাঁরা নিত্য়নতুন ট্রেন্ডে গা ভাসান, তাঁদেরও ‘না’ নেই চিরন্তন এই রঙের মেলবন্ধনে।
শাড়িতে চিরন্তন
তসর, জামদানি, তাঁত, গরদ, মসলিন, কাতানসহ আরও কয়েক ধরনের শাড়িতে লাল-সাদার চিরাচরিত মেলবন্ধন চোখে পড়ে। বৈশাখের উৎসব থেকে শুরু করে পূজা এবং অন্যান্য অনুষ্ঠানেও সাজে স্নিগ্ধতা এনে দেয় লাল-সাদা শাড়ি। দিনের অনুষ্ঠানে তসর সিল্ক অনায়াসে গায়ে জড়িয়ে নেওয়া যায়। তসরের প্রাকৃতিক সোনালি আভার জন্যই এটি বেশি বিখ্যাত। লাল পাড়ের শাড়ির জমিনে সোনালি সুতো দিয়ে এমব্রয়ডারি করা থাকে। কোনো কোনো শাড়িতে থাকে ছাপার কাজও। এখন অবশ্য তাঁতের শাড়ির ট্রেন্ড। তাই নারীরা প্রাধান্য দিচ্ছেন এটিকে। একরঙা সাদা শাড়িতে লাল পাড় তো বটেই, ফুল ও অন্যান্য় মোটিফের তাঁতের শাড়ি আলমারিতে তোলাই থাকে। অন্যদিকে উৎসবেও যাঁরা একেবারেই সাধারণ বাঙালি সাজে অভ্যস্ত, তাঁরা ট্রেডিশনাল লাল পেড়ে সাদা কাতান পরেই ছুট দেন।
পশ্চিমা ঘরানায়
বর্তমানে জাম্পস্য়ুট খুব চলছে। লাল-সাদা ছাপা, পলকা ডট বা বাটিকের জাম্পস্য়ুটের ওপর সাদা বা অফ হোয়াইট শ্রাগ চড়িয়ে নেওয়া যায়। যাঁরা এক ছাঁটের লং গাউন পরেন, তাঁরা এই গরমে সুতির গাউন বানানোর সময় কোমর ও ঘেরে লাল-সাদা ও সোনালির সংমিশ্রণে লেইস ব্যবহার করতে পারেন।
প্রিন্টে ফিউশন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও যাঁরা কপালে টিপ পরতে ভালোবাসেন, হাতে জড়িয়ে নেন বেলি ফুলের মালা, লালের ওপর সাদা অথবা সাদার ওপর লাল প্রিন্টের পালাজ্জ, কুর্তা, স্কার্ট, টপস, শ্রাগ তাঁদের জন্যই। এতে পুরো লুকে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণ থাকে।
ব্লাউজের নতুনত্বে
অনেক সময় সাদামাটা শাড়িতেও জমকালো লুক পাওয়া যায় কেবল ব্লাউজের কারণে। ব্লাউজের নকশা, হাতা ও ফেব্রিকস বাছাই করা জরুরি। লাল-সাদা কম্বিনেশনের শাড়ির সঙ্গে মিলিয়ে, কনট্রাস্ট করে বা এক শেড বাড়িয়ে ব্লাউজের রং নির্বাচন করা যেতে পারে। শাড়ির ফেব্রিকসের সঙ্গে মিলিয়ে ব্লাউজ বানানো যায়। তবে ব্লাউজ বানানোর প্রবণতা এখন অনেকটাই কমে এসেছে। এর কারণ বিভিন্ন রকম রেডি টু ওয়্যার ব্লাউজ। চমৎকার ব্যাপার হচ্ছে, বিভিন্ন ক্রপ টপস স্কার্টের সঙ্গে পরা হচ্ছে এখন।
এই ব্লাউজ কাম টপস সাদরে গ্রহণ করছেন নারীরা। বিভিন্ন প্যাটার্নের, লুজ ফিটিং ইজি টু ওয়্যার এই ব্লাউজগুলোর গলায় ভিন্নতা দেখা যায়। এই টপস যেহেতু একটু লুজ ফিটিংয়ের হয়, তাই পিঠের দিকে হ্যান্ডপেইন্ট, এমব্রয়ডারির নকশাও থাকতে পারে তাতে। আবার একপাশের কাঁধে ভারী নকশা থাকতে পারে। এ ধরনের ব্লাউজের সঙ্গে ড্রেপিং স্টাইলে শাড়ি পরছেন এখন নারীরা। একরঙা সাদা বা অফ হোয়াইট শাড়ি হলে ব্লাউজটা লালের কোনো শেডে পরতে পারেন। অন্যদিকে শাড়িতে যদি লাল রংটাই মুখ্য হয়, তাহলে ব্লাউজ হতে পারে বাসন্তী, অফ হোয়াইট বা সোনালি রঙের।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে