হোসাইন আহমদ, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
শান্তিগঞ্জে বোরো ধানের ফলন বাড়ানোর জন্য ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি করছেন কৃষকেরা। আধুনিক প্রযুক্তির প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে ধানের উৎপাদন খরচ কম হয়। এদিকে শ্রমিকসংকট নিরসন ও সময় সাশ্রয় হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের।
উপজেলা কৃষি তথ্যমতে, প্রথমবারের মতো এ উপজেলায় ৪ হাজার ৫০০টি ট্রেতে ধানের বীজ বপন করা হয়েছে। তা দিয়ে ৫০ একর জমি রোপণ করা যাবে। এ পদ্ধতিতে উৎপাদিত ১৫ থেকে ২০ দিন বয়সের চারা মাঠে রোপণ কার যায়। প্রতিটি ট্রেতে ১২০ থেকে ১৩০ গ্রাম ধানের বীজ বপন করা হয়।
ট্রের ওপর নির্দিষ্ট পরিমাণ রাসায়নিক ব্যবহারে রোগ প্রতিরোধ করার পাশাপাশি সার মিশ্রিত দো-আঁশ মাটি নিয়ে এর ওপর বীজ বপনের পর তা ১৩ থেকে ১৫ দিন পর মাদুরের মতো করে তোলা হয়। এরপর রোপণ যন্ত্র রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে মাঠে রোপণ করা হয়।
এ পদ্ধতিতে একজন শ্রমিক একটি মেশিন দিয়ে দিনে প্রায় ১৫ বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে পারেন। ট্রে পদ্ধতিতে চারা টেনে তুলতে হয় না, তাই চারার শিকড় ছিঁড়ে না। ফলে শিকড় দ্রুত মাটি থেকে খাদ্য গ্রহণ করে এবং গাছ সবল হয়ে বেড়ে ওঠে।
শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের কৃষক আব্দুল হেকিম বলেন, ‘এ পদ্ধতিতে আগে কখনো দেখিনি। প্রথমবারের মতো কৃষি কার্যালয়ের আগ্রহে এবং তাদের তত্ত্বাবধানে সমলয় ট্রে পদ্ধতিতে বোরো চাষাবাদ করছি।’
তিনি আরও বলেন, ‘এ পদ্ধতিতে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদে কাজ শুরু করেছি। আশা করি ভালো ফলন হবে। এ বছর ফলন ভালো হলে কৃষকদের আগ্রহও বাড়বে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা অলক চন্দ্র দাস ও শান্তনা আক্তার জানান, সনাতন পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে ধান চাষে ফলন বাড়ে ৩০ থেকে ৪০ শতাংশ। সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে বীজ বপন করতে ৩: ২ অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণ দিয়ে। বীজতলা তৈরির তিন দিনের মধ্যে অঙ্কুর বের হয়। ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা উৎপাদন করে রোপণ করা সম্ভব। এ পদ্ধতিতে কৃষক ভালো মানের চারা উৎপাদন করে অল্প সময়ের মধ্যে অধিক জমিতে ফসল ফলাতে পারেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বাড়ানো প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ ধানের উৎপাদন খরচ কমানো ও সময় সাশ্রয় হবে।
শান্তিগঞ্জে বোরো ধানের ফলন বাড়ানোর জন্য ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি করছেন কৃষকেরা। আধুনিক প্রযুক্তির প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে ধানের উৎপাদন খরচ কম হয়। এদিকে শ্রমিকসংকট নিরসন ও সময় সাশ্রয় হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের।
উপজেলা কৃষি তথ্যমতে, প্রথমবারের মতো এ উপজেলায় ৪ হাজার ৫০০টি ট্রেতে ধানের বীজ বপন করা হয়েছে। তা দিয়ে ৫০ একর জমি রোপণ করা যাবে। এ পদ্ধতিতে উৎপাদিত ১৫ থেকে ২০ দিন বয়সের চারা মাঠে রোপণ কার যায়। প্রতিটি ট্রেতে ১২০ থেকে ১৩০ গ্রাম ধানের বীজ বপন করা হয়।
ট্রের ওপর নির্দিষ্ট পরিমাণ রাসায়নিক ব্যবহারে রোগ প্রতিরোধ করার পাশাপাশি সার মিশ্রিত দো-আঁশ মাটি নিয়ে এর ওপর বীজ বপনের পর তা ১৩ থেকে ১৫ দিন পর মাদুরের মতো করে তোলা হয়। এরপর রোপণ যন্ত্র রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে মাঠে রোপণ করা হয়।
এ পদ্ধতিতে একজন শ্রমিক একটি মেশিন দিয়ে দিনে প্রায় ১৫ বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে পারেন। ট্রে পদ্ধতিতে চারা টেনে তুলতে হয় না, তাই চারার শিকড় ছিঁড়ে না। ফলে শিকড় দ্রুত মাটি থেকে খাদ্য গ্রহণ করে এবং গাছ সবল হয়ে বেড়ে ওঠে।
শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের কৃষক আব্দুল হেকিম বলেন, ‘এ পদ্ধতিতে আগে কখনো দেখিনি। প্রথমবারের মতো কৃষি কার্যালয়ের আগ্রহে এবং তাদের তত্ত্বাবধানে সমলয় ট্রে পদ্ধতিতে বোরো চাষাবাদ করছি।’
তিনি আরও বলেন, ‘এ পদ্ধতিতে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদে কাজ শুরু করেছি। আশা করি ভালো ফলন হবে। এ বছর ফলন ভালো হলে কৃষকদের আগ্রহও বাড়বে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা অলক চন্দ্র দাস ও শান্তনা আক্তার জানান, সনাতন পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে ধান চাষে ফলন বাড়ে ৩০ থেকে ৪০ শতাংশ। সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে বীজ বপন করতে ৩: ২ অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণ দিয়ে। বীজতলা তৈরির তিন দিনের মধ্যে অঙ্কুর বের হয়। ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা উৎপাদন করে রোপণ করা সম্ভব। এ পদ্ধতিতে কৃষক ভালো মানের চারা উৎপাদন করে অল্প সময়ের মধ্যে অধিক জমিতে ফসল ফলাতে পারেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বাড়ানো প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ ধানের উৎপাদন খরচ কমানো ও সময় সাশ্রয় হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে