Ajker Patrika

এবার মেসি-এমবাপ্পের এক চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১০: ৫৭
এবার মেসি-এমবাপ্পের এক চ্যালেঞ্জ

বিশ্বকাপ ফাইনালে মধুর সমস্যায় পড়েছিলেন নাসের আল খেলাইফি। লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে, গত রোববারের ফাইনালে কাকে সমর্থন করেছেন পিএসজি মালিক, সেটা শুধু তিনিই জানতেন। সমর্থন করে হারুন বা জিতুন, ফাইনাল শেষে কিন্তু জয়টা তাঁরই হয়েছে। হয়তো আল খেলাইফির মনের কোণে উঁকি দিয়েছে সেই স্বপ্নও, নিশ্চয়ই কল্পনা করেছেন, মেসি-এমবাপ্পের হাত ধরে তাঁর ক্লাবে আসছে পরম আরাধ্য চ্যাম্পিয়নস লিগ ট্রফি!

পিএসজির কাতারি মালিক স্বপ্নটা দেখতেই পারেন। শুধু ফাইনালই নয়, পুরো বিশ্বকাপে মেসি আর এমবাপ্পে যে নৈপুণ্য দেখিয়েছেন, তাতে বুক ফুলিয়ে মনে মনে ভাবতে পারেন, ‘হলে এবারই’। ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে না পারলেও ফাইনালে হ্যাটট্রিকসহ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। ৭ গোলে গোল্ডেন বল জিতেছেন মেসি, দেশকে জিতিয়েছেন তৃতীয় বিশ্বকাপ। জাতীয় দলের দায়িত্ব শেষে কয়েক দিনের ছুটি কাটিয়ে দুজনেরই এবার ক্লাবে ফেরার পালা। বিশ্বকাপে জয়-পরাজয় ভুলে দুজনই এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন পিএসজিকে ইউরোপসেরা করার লড়াইয়ে।

বিশ্বকাপ নিয়ে দেশের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এখন আর্জেন্টিনায় আছেন মেসি। রানার্সআপ ফ্রান্সের সঙ্গে এখন প্যারিসে এমবাপ্পে। এই মাসের শেষ দিকে আবারও শুরু হবে লিগ ওয়ান। ২৮ ডিসেম্বর স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ পিএসজির। সেই ম্যাচে মেসি-এমবাপ্পে দুজনকেই চান পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়েঁর। পিএসজির আসল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে পিএসজির প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এই ক্লাবের কাছেই ২০২০ ফাইনালে পরম আরাধ্য শিরোপা হারিয়েছিল প্যারিসের ক্লাবটি।

বিশ্বকাপে যে দুর্দান্ত খেলেছেন মেসি-এমবাপ্পে, তাতে বাড়তি কিছুই চাওয়া থাকবে পিএসজি কর্তৃপক্ষের। ক্লাবটি এখন আর ঘরোয়া সাফল্য নিয়ে খুশি নয়, ইউরোপিয়ান অভিজাতদের কাতারে উঠতে হলে চ্যাম্পিয়নস লিগ জিততেই হবে পিএসজিকে। আরেকটি বিষয়ও হয়তো যন্ত্রণা দিচ্ছে নাসের আল খেলাইফিকে, সম্ভবত ২০২২-২৩ মৌসুমেই শেষবারের মতো একসঙ্গে দেখা যাবে মেসি-এমবাপ্পে জুটিকে।

২০২৩ সালের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি। বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন ছিল, পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে আগ্রহী নন আর্জেন্টাইন কিংবদন্তি। মার্কিন সকার লিগের দল ইন্টার মায়ামি মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে মেসিকে। ধোঁয়াশা আছে এমবাপ্পেকে নিয়েও। আকাশছোঁয়া পারিশ্রমিকে নতুন চুক্তির পরও পিএসজিতে বেজার মুখের এমবাপ্পেকে নিয়ে খবর প্রকাশ করে প্যারিসের সংবাদমাধ্যমগুলো। দুই মহাতারকাকে চুক্তির সুতোয় গেঁথে রাখতে চ্যাম্পিয়নস লিগের শিরোপাই হতে পারে পিএসজির ‘তুরুপের তাস’!

আল খেলাইফিও জানিয়েছেন, বিশ্বকাপের পরপরই দুজনের সঙ্গে আলাদা আলাদাভাবে বসবেন। এমন দুই মহারথীকে কেই-বা হারাতে চাইবেন?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত