৩ দিনে ৩ তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০৬: ২৬
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৩: ০৬

কুমিল্লার লাকসামে তিন দিনে তিন তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত উপজেলার সিংজোড় পূর্বপাড়া, পৌরসভার উত্তরবাজার ও সামনীরপুল এলাকায় এসব লাশ পাওয়া যায়। মৃত ব্যক্তিরা হলেন শারমিন আক্তার (১৭), নাজমা আক্তার প্রিয়াংকা (৩০) ও বৈশাখী আক্তার চৈতী (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় পূর্বপাড়ায় (শাহাদাতের বাড়িতে) শারমিন আক্তার তার বোনের বাড়িতে বেড়াতে আসে। তিন দিন বেড়ানোর পর বুধবার সকালে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সেদিনই সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে লাকসাম থানার পুলিশ। শারমিন নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর এলাকার শাহ আলম মজুমদারের মেয়ে। সে পেরিয়া বালিকা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।

অন্যদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার সামনীরপুল এলাকায় নার্স মঞ্জুমা বেগমের রহমান ভিলার তিনতলায় গলায় দড়ি পেঁচানো অবস্থায় গৃহবধূ নাজমা আক্তার প্রিয়াংকার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পৌরসভার বাতাখালী গ্রামের প্রবাসী মাকসুদুর রহমানের স্ত্রী।

এ ছাড়া গত সোমবার লাকসাম পৌরসভার উত্তরবাজার ওয়াপদাসংলগ্ন নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় বৈশাখী আক্তার চৈতী নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে রিকশাচালক মানিক মিয়ার মেয়ে।

এলাকাবাসীর সন্দেহ, থ্রি-পিস কিনে না দেওয়ায় ভাইয়ের সঙ্গে অভিমানে চৈতী আত্মহত্যা করে থাকতে পারে। পরপর তিন দিন তিনটি ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ খান জানান, লাশগুলো উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত