জুবাইদুল ইসলাম, শেরপুর
করোনা মহামারির প্রভাবে শেরপুরে শতাধিক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। যেগুলো চালু আছে তাও চলছে ধুঁকে ধুঁকে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর একে একে বন্ধ হতে শুরু করে কিন্ডারগার্টেনগুলো।
এসব কিন্ডারগার্টেন প্রায় ৭০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করত। যেসব কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে সেসব কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অন্যত্র ভর্তি হয়েছে। আর যেসব কিন্ডারগার্টেন এখনো চালু আছে সেগুলো অর্থাভাবে ধুঁকে ধুঁকে চলছে। স্কুল মালিকেরা বলছেন, করোনার সময় স্কুল বন্ধ থাকায় বাড়িভাড়া ও শিক্ষকদের বেতন দিতে না পারা এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়ায় স্কুল বন্ধ করে দিতে বাধ্য হন তারা।
জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগেও জেলায় প্রায় সাড়ে তিন শ কিন্ডারগার্টেন ছিল। এসব কিন্ডারগার্টেনে অন্তত ৭০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করত। আর এসব স্কুলে কর্মসংস্থান হয়েছিল প্রায় ৬-৭ হাজার শিক্ষক-কর্মচারীর। তবে ২০২০ সালে মহামারি করোনাভাইরাস এসে বদলে দেয় পুরো চিত্রই। সরকার স্কুল বন্ধ ঘোষণার পর বেকার হয়ে পড়েন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনেকেই স্কুলের বাড়িভাড়া ও শিক্ষকদের বেতন দিতে না পেরে কিন্ডারগার্টেনগুলো বন্ধ করে দেন। বন্ধ হওয়া স্কুলের শিক্ষকেরা অন্য পেশা বেছে নেন।
সরেজমিন জানা গেছে, শহরের সজবরখিলা এলাকার ওরিয়েন্টাল স্কুল, গোপালবাড়ি এলাকার এনআই মেমোরিয়াল একাডেমি, দমদমা এলাকার এইম আইডিয়াল স্কুল, মোবারকপুর এলাকার আখেরমামুদ স্কুলসহ শতাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর প্রতিষ্ঠানগুলোয় চলতি বছরের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হলেও শিক্ষার্থী ভর্তির তেমন সাড়া মেলেনি। কারণ হিসেবে প্রতিষ্ঠানগুলো বলছে, করোনার সময় স্বাস্থ্যবিধি মেনেও তারা স্কুল চালাতে পারেননি। তবে নূরানী মাদ্রাসা খোলা থাকায় সে সব মাদ্রাসায় বেশির ভাগ শিক্ষার্থীকে ভর্তি করে দিয়েছেন অভিভাবকেরা। এ জন্য এখন আশানুরূপ শিক্ষার্থী ভর্তির জন্য পাওয়া যাচ্ছে না।
শহরের দমদমা এলাকার এমএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম আধার জানান, আমার স্কুলে প্রায় সাড়ে পাঁচ শ শিক্ষার্থী ছিল। করোনার পর স্কুল খুললেও আশানুরূপ শিক্ষার্থী পাওয়া যায়নি। তাই অনেকে স্কুল বন্ধ করে দিয়েছেন।
উত্তর গৌরীপুর মডেল স্কুলের পরিচালক শাহরিয়ার শাকির বলেন, আমাদের স্কুলের আশপাশে অন্তত ১৫টি নুরানি মাদ্রাসা রয়েছে। করোনাকালে স্কুল বন্ধ থাকলেও এসব নুরানি মাদ্রাসা খোলা থাকার কারণে স্কুলের বেশির ভাগ শিক্ষার্থীই মাদ্রাসায় চলে গেছে। এ জন্য স্কুল খোলার পরও আমরা আশানুরূপ শিক্ষার্থী পাইনি। করোনার আগে স্কুলে সাড়ে তিনশ শিক্ষার্থী থাকলেও এখন মাত্র ৭০ জন শিক্ষার্থী রয়েছে। এখন কীভাবে স্কুল চালাব সেটাই ভাবছি।
শহরের বাগরাকসা মহল্লার প্রিজম প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, করোনার কারণে স্কুল অনেকদিন বন্ধ ছিল। সে সময় অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। সেখানে কর্মরত শিক্ষকরা বেকার হয়ে কেউ ইজিবাইক চালিয়েছেন, কেউবা দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছেন। করোনার পর এখন স্কুল খুললেও আগের মতো শিক্ষার্থী নেই। শিক্ষার্থীর সংখ্যা কমে অর্ধেক হয়েছে।
জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের আওতায় ৭০টি আর জেলায় প্রায় সাড়ে তিন শ কিন্ডারগার্টেন স্কুল ছিল। এসব প্রতিষ্ঠানে ৬-৭ হাজার শিক্ষক-কর্মচারী ছিলেন। এখন অর্ধেকের বেশি স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের অর্ধেক শিক্ষক-কর্মচারীই বেকার হয়ে পড়েছেন। করোনাকালীন সময়ে টিকে থাকার জন্য আমরা সরকারের কাছে প্রণোদনা ও স্বল্পসুদে ঋণসহ বেশ কিছু দাবি পেশ করেছিলাম। কিন্তু সেগুলো না পাওয়ায় অনেক স্কুলই টিকে থাকতে পারেনি।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মোমিনুর রশীদ বলেন, কিন্ডারগার্টেনগুলোর আর্থিক সংস্থানের জন্য ব্যাংকে ঋণের আবেদন করতে পারে।
করোনা মহামারির প্রভাবে শেরপুরে শতাধিক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। যেগুলো চালু আছে তাও চলছে ধুঁকে ধুঁকে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর একে একে বন্ধ হতে শুরু করে কিন্ডারগার্টেনগুলো।
এসব কিন্ডারগার্টেন প্রায় ৭০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করত। যেসব কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে সেসব কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অন্যত্র ভর্তি হয়েছে। আর যেসব কিন্ডারগার্টেন এখনো চালু আছে সেগুলো অর্থাভাবে ধুঁকে ধুঁকে চলছে। স্কুল মালিকেরা বলছেন, করোনার সময় স্কুল বন্ধ থাকায় বাড়িভাড়া ও শিক্ষকদের বেতন দিতে না পারা এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়ায় স্কুল বন্ধ করে দিতে বাধ্য হন তারা।
জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগেও জেলায় প্রায় সাড়ে তিন শ কিন্ডারগার্টেন ছিল। এসব কিন্ডারগার্টেনে অন্তত ৭০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করত। আর এসব স্কুলে কর্মসংস্থান হয়েছিল প্রায় ৬-৭ হাজার শিক্ষক-কর্মচারীর। তবে ২০২০ সালে মহামারি করোনাভাইরাস এসে বদলে দেয় পুরো চিত্রই। সরকার স্কুল বন্ধ ঘোষণার পর বেকার হয়ে পড়েন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনেকেই স্কুলের বাড়িভাড়া ও শিক্ষকদের বেতন দিতে না পেরে কিন্ডারগার্টেনগুলো বন্ধ করে দেন। বন্ধ হওয়া স্কুলের শিক্ষকেরা অন্য পেশা বেছে নেন।
সরেজমিন জানা গেছে, শহরের সজবরখিলা এলাকার ওরিয়েন্টাল স্কুল, গোপালবাড়ি এলাকার এনআই মেমোরিয়াল একাডেমি, দমদমা এলাকার এইম আইডিয়াল স্কুল, মোবারকপুর এলাকার আখেরমামুদ স্কুলসহ শতাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর প্রতিষ্ঠানগুলোয় চলতি বছরের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হলেও শিক্ষার্থী ভর্তির তেমন সাড়া মেলেনি। কারণ হিসেবে প্রতিষ্ঠানগুলো বলছে, করোনার সময় স্বাস্থ্যবিধি মেনেও তারা স্কুল চালাতে পারেননি। তবে নূরানী মাদ্রাসা খোলা থাকায় সে সব মাদ্রাসায় বেশির ভাগ শিক্ষার্থীকে ভর্তি করে দিয়েছেন অভিভাবকেরা। এ জন্য এখন আশানুরূপ শিক্ষার্থী ভর্তির জন্য পাওয়া যাচ্ছে না।
শহরের দমদমা এলাকার এমএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম আধার জানান, আমার স্কুলে প্রায় সাড়ে পাঁচ শ শিক্ষার্থী ছিল। করোনার পর স্কুল খুললেও আশানুরূপ শিক্ষার্থী পাওয়া যায়নি। তাই অনেকে স্কুল বন্ধ করে দিয়েছেন।
উত্তর গৌরীপুর মডেল স্কুলের পরিচালক শাহরিয়ার শাকির বলেন, আমাদের স্কুলের আশপাশে অন্তত ১৫টি নুরানি মাদ্রাসা রয়েছে। করোনাকালে স্কুল বন্ধ থাকলেও এসব নুরানি মাদ্রাসা খোলা থাকার কারণে স্কুলের বেশির ভাগ শিক্ষার্থীই মাদ্রাসায় চলে গেছে। এ জন্য স্কুল খোলার পরও আমরা আশানুরূপ শিক্ষার্থী পাইনি। করোনার আগে স্কুলে সাড়ে তিনশ শিক্ষার্থী থাকলেও এখন মাত্র ৭০ জন শিক্ষার্থী রয়েছে। এখন কীভাবে স্কুল চালাব সেটাই ভাবছি।
শহরের বাগরাকসা মহল্লার প্রিজম প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, করোনার কারণে স্কুল অনেকদিন বন্ধ ছিল। সে সময় অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। সেখানে কর্মরত শিক্ষকরা বেকার হয়ে কেউ ইজিবাইক চালিয়েছেন, কেউবা দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছেন। করোনার পর এখন স্কুল খুললেও আগের মতো শিক্ষার্থী নেই। শিক্ষার্থীর সংখ্যা কমে অর্ধেক হয়েছে।
জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের আওতায় ৭০টি আর জেলায় প্রায় সাড়ে তিন শ কিন্ডারগার্টেন স্কুল ছিল। এসব প্রতিষ্ঠানে ৬-৭ হাজার শিক্ষক-কর্মচারী ছিলেন। এখন অর্ধেকের বেশি স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের অর্ধেক শিক্ষক-কর্মচারীই বেকার হয়ে পড়েছেন। করোনাকালীন সময়ে টিকে থাকার জন্য আমরা সরকারের কাছে প্রণোদনা ও স্বল্পসুদে ঋণসহ বেশ কিছু দাবি পেশ করেছিলাম। কিন্তু সেগুলো না পাওয়ায় অনেক স্কুলই টিকে থাকতে পারেনি।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মোমিনুর রশীদ বলেন, কিন্ডারগার্টেনগুলোর আর্থিক সংস্থানের জন্য ব্যাংকে ঋণের আবেদন করতে পারে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে