গেল বছর সড়কে ঝরেছে তিন শতাধিক প্রাণ

ফরিদপুর সংবাদদাতা
Thumbnail image

গত এক বছরে হাইওয়ে পুলিশের  মাদারীপুর অঞ্চলের আওতাধীন মহাসড়কগুলোয় দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে তিন শতাধিক ব্যক্তির। আহত তিন শতাধিক।

 এদিকে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সড়কে বেপরোয়া চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করেছে প্রায় ১৫ কোটি টাকা।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর রিজিয়নের আওতাধীন মহাসড়কগুলোয় জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ২২৬টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মারা গেছে ৩০৫ জন। আহত হয়েছে ৩১৬ জন।

রিজিয়নের ৯৮৭ কিলোমিটার আওতাধীন হাইওয়ে পুলিশের ১৮টি থানা ও ফাঁড়ি রয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহাসড়কে বেপরোয়া যানবাহন চালানোর অপরাধে হাইওয়ে পুলিশ ১৩ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। এদিকে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করেছে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা।

ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) তুহিন লস্কর বলেন, জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলা শহরের আওতাধীন সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ৫ হাজার ৫৯৩টি মামলা করে এ জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, এ ছাড়া প্রায় ১০ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করে রেজিস্ট্রেশন করা হয়েছে। সেখানেও সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, মহাসড়কগুলোয় সাধারণ মানুষের চলাচল যাতে ব্যাহত না হয়, এ কারণে যানবাহনগুলোকে নজরদারিতে রাখে হাইওয়ে পুলিশ। বেপরোয়া চলাচলকারী যানবাহনকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে স্পিডগান মেশিন ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ১৮টি থানা ও ফাঁড়ির ৩৮টি টহল টিম মহাসড়কগুলোয় দায়িত্ব পালন করছে ২৪ ঘণ্টা। কুয়াশার কারণে ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটছে। রাতে বেশি কুয়াশা থাকায় অনেক সময় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার মধ্যে পুলিশের টহল টিমের গাড়ি চলাচলেও সমস্যা হয়, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কগুলোয় পুলিশ সদস্যরা কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত