আজম খানের গান শোনাবেন ভাতিজা আরমান খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭: ৪৪
Thumbnail image

বাংলা পপ সংগীতের কিংবদন্তি আজম খান। তাঁর হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছিল পপ সংগীতের নতুন এক ধারা। সংগীত অঙ্গনে মানুষেরা গুরু বলে সম্বোধন করেন তাঁকে। সত্তর ও আশির দশকে আজম খানের গান ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর গাওয়া ‘বাংলাদেশ’, ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘ওরে সালেকা, ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’সহ অনেক গান জনপ্রিয় হয়েছে। আজম খানের গান আজও মানুষের মনে ঢেউ তোলে। ২০১০ সালে ক্যানসারে আক্রান্ত হন আজম খান। ২০১১ সালের ৫ জুন চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান পপসম্রাট।

আগামীকাল আজম খানের ১৩তম মৃত্যুবার্ষিকী। এই পপ কিংবদন্তির স্মরণে আয়োজন করা হয়েছে কনসার্টের। ৬ জুন ‘গুরু অব রক: অ্যা ট্রিবিউট টু আজম খান’ শিরোনামের কনসার্টে আজম খানের গান গেয়ে শোনাবেন তাঁর ভাতিজা গীতিকার ও সুরকার আরমান খান।

গুরু অব রক কনসার্ট নিয়ে সুরকার আলম খানের ছেলে আরমান খান বলেন, ‘আজম খানের মতো কিংবদন্তিকে ট্রিবিউট করে এখন আর কোনো শো হয় না। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজম খানের দুই মেয়ে ইমা খান ও অরনী খান এবং ছেলে হৃদয় খান উপস্থিত থাকবে। পুরো অনুষ্ঠানটি উপভোগ করবে তারা। এতে আমি ও আমার ব্যান্ড কোনো পারিশ্রমিক নিচ্ছি না। বরং, অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ আমরা আজম খানের পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে চাই।’

অনুষ্ঠানে কী কী গান পরিবেশন করবেন— জানতে চাইলে আরমান খান বলেন, ‘আজম খানের অনেক জনপ্রিয় গান আছে। সেখান থেকে আসি আসি বলে, পাপড়ি কেন বোঝে না, সালেকা-মালেকা, আলাল ও দুলাল, বাংলাদেশ, অভিমানীসহ ১২ থেকে ১৫টি গান করার পরিকল্পনা আছে। আমার লেখা ও সুরে আজম চাচা গান করেছেন। সেখান থেকে “আমি যা বুঝি তুমি তা বোঝ না” শিরোনামের গানটি গাওয়ার ইচ্ছা আছে। এ ছাড়া কয়েক দিন আগে আজম খানকে ট্রিবিউট করে “গুরুরে” শিরোনামের একটি গান প্রকাশ করেছি। সেটিও গাইব।’

বাবা আলম খান ও চাচা আজম খানের দেখানো সংগীতের পথে হাঁটলেও দীর্ঘদিন গানে নিয়মিত নন আরমান খান। গান থেকে দূরে থাকার প্রসঙ্গে আরমান খান বলেন, ‘প্রায় ১১ বছর হলো প্রফেশনালি মিউজিক করছি না। তবে বাবা ও চাচার স্মরণে বিশেষ অনুষ্ঠানে গাইতে হয়। তাই চর্চাটা অব্যাহত রেখেছি।’

আরমান খান৬ জুন গুরু অব রক: অ্যা ট্রিবিউট টু আজম খান কনসার্টটি অনুষ্ঠিত হবে কারওয়ান বাজারে অবস্থিত ঢাকা ট্রেড সেন্টার ভবনে। আয়োজন করেছে দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক। এই আয়োজনে আরমান খানের সঙ্গে আজম খানের গান গেয়ে শোনাবেন উদীয়মান আরও বেশ কজন শিল্পী। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত