‘অনুপ্রবেশকারীরা বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে’

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ১১: ৪৪

দলীয় কোন্দলের কারণে রাঙামাটি জেলার লংগদু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ সুযোগে বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করা লোকজন তারেক জিয়ার এজেন্ডা বাস্তবায়নে কাজ শুরু করেছে। এটি এখনই নিরসন করা না হলে আগামী জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে।

এজন্য জেলা পর্যায়ের নেতাদের হস্তক্ষেপ চেয়ে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে লংগদু উপজেলা আওয়ামী লীগের একটি অংশ।

একই সঙ্গে শৃঙ্খলা ভঙের দায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বারেক সরকার ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিমসহ আট নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। গত উপজেলা পরিষদ নির্বাচনে এদের বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন আওয়ামী লীগের নেতারা। বক্তারা বলেন, এক সময় লংগদু উপজেলা বিএনপির ঘাঁটি ছিল। দলের দুঃসময়ে অনেকে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে। এখন এরাই উপজেলা আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে চাচ্ছে।

দলের বর্তমান সংকট নিয়ে লংগদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কামাল লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন জমশেদ আলী, নজরুল ইসলাম সেন্টু, নাছিমুল গণিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত