মুক্তি নিয়ে বিতর্ক, প্রেক্ষাগৃহে আসছে ৩ সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮: ০৬
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১১: ০১

গত ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সরকারি অনুদানে তৈরি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’। এরপর দেশের হলে মুক্তি পায়নি আর নতুন কোনো দেশি সিনেমা। প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে দেশের সিনেমা। একটি নয়, নতুন বছর শুরু হচ্ছে তিন সিনেমা দিয়ে। অনেক নির্মাতা ও প্রযোজক এত দিন বলেছেন, ঈদ ছাড়া একই সপ্তাহে দুইয়ের বেশি সিনেমা মুক্তির নিয়ম নেই। তাই এবার একই সপ্তাহে তিন সিনেমা মুক্তি পাওয়ায় সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। 

চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, মেহেদী হাসানের ‘শেষ বাজি’র সঙ্গে মুক্তির মিছিলে রয়েছে পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’। ভালোবাসা, মান-অভিমান ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে কাগজের বউ। অভিনয় করেছেন ডি এ তায়েব, পরীমণি, মামুনুন ইমন প্রমুখ। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাব নিয়ে লেখা গল্পে নির্মিত শেষ বাজি সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ। অন্যদিকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হুব্বা শ্যামলকে নিয়ে হুব্বা বানিয়েছেন ব্রাত্য বসু। নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। সিনেমাটি দেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত হুব্বা ৬৩, শেষ বাজি ১৯ ও কাগজের বউ ৮টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছে।

নতুন সিনেমার খরার এ সময়ে তিন সিনেমা মুক্তির খবরে খুশি হলমালিকেরা। তবে নির্মাতা-প্রযোজকদের কেউ কেউ বলছেন, প্রযোজক সমিতির নিয়ম অনুযায়ী, ঈদ ও পূজা ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। গত সোমবার শেষ বাজি সিনেমার সংবাদ সম্মেলনে সে কথাই মনে করিয়ে দিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘এ নিয়ম তো অনেক আগে থেকেই সবাই মেনে আসছেন। নিয়মের বাইরে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যাবে না। আগে থেকে নিবন্ধন করা শেষ বাজি ও কাগজের বউ সিনেমা দুটি ১৯ তারিখ মুক্তি পাবে।’ প্রযোজক এম ডি ইকবাল বলেন, ‘প্রযোজক সমিতির নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি  সিনেমা মুক্তি পায়, সামনেও পাবে। আশা করি, নিয়মের বাইরে কোনো কিছুই হবে না।’ 

কাগজের বউ সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সব সময় জেনে এসেছি, উৎসব ছাড়া একই দিনে দুটির বেশি সিনেমা মুক্তি পেতে পারবে না। কাগজের বউ ও শেষ বাজি অনেক আগেই ১৯ জানুয়ারি মুক্তির জন্য অনুমতি নিয়েছে প্রযোজক সমিতি থেকে। সেখানে বিদেশি সিনেমা কী করে মুক্তি পেতে পারে?’ 

‘শেষ বাজি’ সিনেমার পোস্টারএসব বিতর্কের কারণেই মন্ত্রণালয় থেকে আমদানির অনুমতি পেলেও দেশের হলে হুব্বার মুক্তি নিয়ে সৃষ্টি হয়েছিল সংশয়। শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে দেশের দুই সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে হুব্বাও। জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, নিয়ম মেনে আবেদনের ভিত্তিতে মুক্তি পাচ্ছে হুব্বা। 

গত বছর শাহরুখ খানের জওয়ান মুক্তির সময়েও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শেষ মুহূর্তে মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সরে দাঁড়ালে সমস্যা বেশি দূর গড়ায়নি। ওই সময়ে প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরুও জানিয়েছিলেন, নিয়ম অনুযায়ী একই সপ্তাহে দুইয়ের অধিক সিনেমা মুক্তির সুযোগ নেই। এবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিশেষ অনুমতি সাপেক্ষ কোনো কোনো ক্ষেত্রে তিনটি সিনেমাও মুক্তি দেওয়া যেতে পারে। যৌক্তিক কারণ থাকলে এর আগেও বিশেষ বিবেচনায় দুটির বেশি সিনেমা মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

‘কাগজের বউ’ সিনেমার পোস্টারএক্ষেত্রে তৃতীয় সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে কারণ জানাতে হয়। এরপর আলাদা মিটিং ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন তো আমরা কমিটিতে নেই। প্রযোজক সমিতি পরিচালনা করছে প্রশাসক। তাই ঠিক কী কারণে এক সপ্তাহে তিন সিনেমা মুক্তির অনুমতি দেওয়া হয়েছে, তা বলতে পারব না।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত