Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থী হতে চান মাহি ও শাকিল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্বতন্ত্র প্রার্থী হতে চান মাহি ও শাকিল

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন বেশ কয়েকজন তারকা। নতুনদের মধ্যে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন। বাকিরা দলীয় মনোনয়ন না পাওয়ায় কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন স্বতন্ত্রভাবে নির্বাচন করার। এই তালিকায় আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক শাকিল খান।

রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন মাহিয়া মাহি। গতকাল তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাহি বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলাম। তবে দল আমাকে মনোনয়ন দেয়নি। এ জন্য আমার মনে কোনো কষ্ট নেই। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে যাচ্ছি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি, এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক শাকিল খান। ছবি: সংগৃহীতঅন্যদিকে বাগেরহাট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন চিত্রনায়ক শাকিল খান। তিনিও মনোনীত হননি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শাকিল, সংগ্রহ করেছেন মনোনয়নপত্রও। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন এই অভিনেতা। শাকিল খান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বাগেরহাটে সাধারণ মানুষের জন্য কাজ করছি। সেই বিবেচনায় তাঁদের প্রতিনিধি হওয়ার জন্যই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। আজ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন। তাঁর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। তবে দলের বিরুদ্ধে নয়, আমার প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীর সঙ্গে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত