স্মার্ট টিভি দেখতে সাধারণ এলইডি টিভির মতোই। তবে মনে রাখতে হবে, এলইডি টিভিমাত্রই স্মার্ট টিভি নয়। এলইডি টিভিতে ইন্টারনেট ব্যবহার করা গেলে, তবেই সেটা স্মার্ট টিভি। এলসিডি (লিক্যুইড ক্রিস্টাল ডিসপ্লে) টিভির উন্নত সংস্করণই এলইডি (লাইট এমিটিং ডায়োড) টিভি। সাধারণভাবে বলা যায়, এলইডি টিভির রেজল্যুশন ভালো। এতে ফ্লুরোসেন্ট আলোর বদলে বিশেষ ধরনের ব্যাকলাইট থাকে। এলইডি টিভি বিদ্যুৎসাশ্রয়ী। ডিসপ্লে ইউনিটের আকার ছোট হয় বলে এলইডির আকার বেশি পাতলা হয়।
স্মার্ট টিভিতে ইন্টারনেট যুক্ত করে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা যায়। এ ধরনের টিভির পর্দার আকার বড় হওয়ার কারণে বিভিন্ন ভিডিও স্ট্রিমিং অ্যাপের বা প্ল্যাটফর্মের ছবি, ওয়েবসিরিজ ইত্যাদি দেখা যায় বড় আকারে আরও ভালোভাবে।
মেইল পাঠানো, ফেসবুক ব্রাউজ করা ও গেমও খেলা যায় এসব টিভিতে। কিছু কিছু টিভিতে স্মার্ট লাইট, স্মার্ট লক ফিচার ও স্মার্ট স্পিকারও যুক্ত থাকে। ফলে ছবি ও শব্দ পাওয়া যায় সাধারণ টিভির চেয়ে ভালো।
এলইডি টিভি শুধু ডিসপ্লে ডিভাইস হিসেবে কাজ করে। ব্লু রে প্লেয়ার, টিভি বক্স ও কেব্ল টিভি বক্স দিয়ে ভিডিও দেখা যায়। অধিকাংশ স্মার্ট টিভির হোম স্ক্রিনে অ্যাপ সার্চ করা যায়। এগুলো ফ্রি ডাউনলোডও করা যায়। স্ট্রিমিং সার্ভিস প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার ক্ষেত্রে অ্যাকাউন্ট সেট করার প্রয়োজন পড়ে।
স্যামসাংয়ের স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম টাইজেন। জাপানিজ ব্র্যান্ড সনি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যাপল টিভির অপারেটিং সিস্টেমের নাম টিভিওএস।
ফ্ল্যাট টিভি সেট কীভাবে করবেন
কত উঁচুতে সেট করবেন তা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এর সঙ্গে টিভি থেকে বসার স্থানের দূরত্ব, টিভি দেখার অ্যাঙ্গেল ও টিভির আকারও মাথায় রাখতে হবে।
মাটি থেকে কত ফুট ওপরে টিভি বসাবেন তা মাপজোখ করে দেখতে হবে। সোফা থেকে দূরত্ব কত হবে তা টিভির আকারের ওপর নির্ভর করে। টিভির সঙ্গে বসার জায়গার সঠিক দূরত্ব বের করতে হলে টিভির আকারকে শূন্য দশমিক ৫৫ দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে দূরত্বের হিসাব। দাঁড়িয়ে নয়; বরং বসে টিভি দেখার সময় চোখ স্ক্রিন বরাবর রাখতে হবে।
স্মার্ট টিভি কেনার আগে
সব জিনিসেরই ভালো-মন্দ দিক থাকে। স্মার্ট টিভিও এর বাইরে নয়।
স্মার্ট টিভির সুবিধা
যত্নআত্তি
স্মার্ট টিভি দেখতে সাধারণ এলইডি টিভির মতোই। তবে মনে রাখতে হবে, এলইডি টিভিমাত্রই স্মার্ট টিভি নয়। এলইডি টিভিতে ইন্টারনেট ব্যবহার করা গেলে, তবেই সেটা স্মার্ট টিভি। এলসিডি (লিক্যুইড ক্রিস্টাল ডিসপ্লে) টিভির উন্নত সংস্করণই এলইডি (লাইট এমিটিং ডায়োড) টিভি। সাধারণভাবে বলা যায়, এলইডি টিভির রেজল্যুশন ভালো। এতে ফ্লুরোসেন্ট আলোর বদলে বিশেষ ধরনের ব্যাকলাইট থাকে। এলইডি টিভি বিদ্যুৎসাশ্রয়ী। ডিসপ্লে ইউনিটের আকার ছোট হয় বলে এলইডির আকার বেশি পাতলা হয়।
স্মার্ট টিভিতে ইন্টারনেট যুক্ত করে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা যায়। এ ধরনের টিভির পর্দার আকার বড় হওয়ার কারণে বিভিন্ন ভিডিও স্ট্রিমিং অ্যাপের বা প্ল্যাটফর্মের ছবি, ওয়েবসিরিজ ইত্যাদি দেখা যায় বড় আকারে আরও ভালোভাবে।
মেইল পাঠানো, ফেসবুক ব্রাউজ করা ও গেমও খেলা যায় এসব টিভিতে। কিছু কিছু টিভিতে স্মার্ট লাইট, স্মার্ট লক ফিচার ও স্মার্ট স্পিকারও যুক্ত থাকে। ফলে ছবি ও শব্দ পাওয়া যায় সাধারণ টিভির চেয়ে ভালো।
এলইডি টিভি শুধু ডিসপ্লে ডিভাইস হিসেবে কাজ করে। ব্লু রে প্লেয়ার, টিভি বক্স ও কেব্ল টিভি বক্স দিয়ে ভিডিও দেখা যায়। অধিকাংশ স্মার্ট টিভির হোম স্ক্রিনে অ্যাপ সার্চ করা যায়। এগুলো ফ্রি ডাউনলোডও করা যায়। স্ট্রিমিং সার্ভিস প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার ক্ষেত্রে অ্যাকাউন্ট সেট করার প্রয়োজন পড়ে।
স্যামসাংয়ের স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম টাইজেন। জাপানিজ ব্র্যান্ড সনি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যাপল টিভির অপারেটিং সিস্টেমের নাম টিভিওএস।
ফ্ল্যাট টিভি সেট কীভাবে করবেন
কত উঁচুতে সেট করবেন তা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এর সঙ্গে টিভি থেকে বসার স্থানের দূরত্ব, টিভি দেখার অ্যাঙ্গেল ও টিভির আকারও মাথায় রাখতে হবে।
মাটি থেকে কত ফুট ওপরে টিভি বসাবেন তা মাপজোখ করে দেখতে হবে। সোফা থেকে দূরত্ব কত হবে তা টিভির আকারের ওপর নির্ভর করে। টিভির সঙ্গে বসার জায়গার সঠিক দূরত্ব বের করতে হলে টিভির আকারকে শূন্য দশমিক ৫৫ দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে দূরত্বের হিসাব। দাঁড়িয়ে নয়; বরং বসে টিভি দেখার সময় চোখ স্ক্রিন বরাবর রাখতে হবে।
স্মার্ট টিভি কেনার আগে
সব জিনিসেরই ভালো-মন্দ দিক থাকে। স্মার্ট টিভিও এর বাইরে নয়।
স্মার্ট টিভির সুবিধা
যত্নআত্তি
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে