বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের ৯ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল কোক স্টুডিও বাংলা কনসার্ট। দিনভর বৃষ্টিও শেষ পর্যন্ত দমাতে পারেনি তারুণ্যের উচ্ছ্বাস। কোক স্টুডিও বাংলার শিল্পীদের পাশাপাশি ওই কনসার্টের মূল আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। ‘সুন্দরীতমা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পাগলা হাওয়া’ আর ‘ভিগি ভিগি’ গানে শ্রোতাদের মাতোয়ারা করেন নগরবাউল।
বছর ঘুরে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। আগামী ১০ নভেম্বর আর্মি স্টেডিয়ামে বসবে এবারের আসর।কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এবারও এই কনসার্টে গাইবেন জেমস। কোক স্টুডিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও জেমসের গাওয়ার বিষয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও চলছে আলোচনা। সংগীতপ্রেমীরা অপেক্ষায় আছেন ১০ নভেম্বরের কনসার্টে জেমসের গান শোনার জন্য।
তবে কোক স্টুডিও বাংলা কনসার্টে অংশ নেওয়ার ব্যাপারে কিছুই জানেন না জেমস। বরং সেদিন বরিশালের এক কনসার্টে গাওয়ার জন্য শিডিউল দেওয়া আছে তাঁর। এমনটাই জানালেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, কোক স্টুডিও কনসার্টে জেমসের অংশ নেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো কথা হয়নি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আগে থেকেই ১০ নভেম্বর বরিশালে কনসার্ট চূড়ান্ত করা ছিল নগরবাউলের। এরপরও কোক স্টুডিওর কনসার্টে জেমসের নাম জড়ানো দেখে অবাক হয়েছেন রবিন ঠাকুর। জেমসের অংশগ্রহণের খবরে বিস্ময় প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলার পিআর প্রতিষ্ঠান বেঞ্চমার্কও।তারা জানায়, কেন এমন খবর ছড়িয়ে পড়েছে তা তাদের জানা নেই।
জেমসকে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও থেমে নেই কোক স্টুডিও বাংলা কনসার্টের প্রচারণা। টিকিট বিক্রির জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রমোশন চালিয়ে যাচ্ছে। তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছেন নতুন শিল্পী ও ব্যান্ড। সারপ্রাইজ হিসেবে এখন পর্যন্ত ঘোষণা এসেছে কণ্ঠশিল্পী মিজান ও জালালি সেট ব্যান্ডের নাম।
জানা গেছে, গতবারের মতো এবারও এ কনসার্টে পারফর্ম করবেন কোক স্টুডিও বাংলা সিজন-২-এর শিল্পীরা। এই তালিকায় আছেন শায়ান চৌধুরী অর্ণব, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, ব্যান্ড মেঘদল, ফুয়াদ আল মুক্তাদির, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল ব্যান্ড, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস। এ বছরের ভালোবাসা দিবসে ‘মুড়ির টিন’ গান দিয়ে শুরু হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। শেষ হয় হাসন রাজার ‘দিলারাম’ গানের মাধ্যমে। প্রথম সিজনে ১০টি গান থাকলেও দ্বিতীয় সিজনে প্রকাশ করা হয় ১২টি গান।
গত বছরের ৯ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল কোক স্টুডিও বাংলা কনসার্ট। দিনভর বৃষ্টিও শেষ পর্যন্ত দমাতে পারেনি তারুণ্যের উচ্ছ্বাস। কোক স্টুডিও বাংলার শিল্পীদের পাশাপাশি ওই কনসার্টের মূল আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। ‘সুন্দরীতমা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পাগলা হাওয়া’ আর ‘ভিগি ভিগি’ গানে শ্রোতাদের মাতোয়ারা করেন নগরবাউল।
বছর ঘুরে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। আগামী ১০ নভেম্বর আর্মি স্টেডিয়ামে বসবে এবারের আসর।কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এবারও এই কনসার্টে গাইবেন জেমস। কোক স্টুডিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও জেমসের গাওয়ার বিষয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও চলছে আলোচনা। সংগীতপ্রেমীরা অপেক্ষায় আছেন ১০ নভেম্বরের কনসার্টে জেমসের গান শোনার জন্য।
তবে কোক স্টুডিও বাংলা কনসার্টে অংশ নেওয়ার ব্যাপারে কিছুই জানেন না জেমস। বরং সেদিন বরিশালের এক কনসার্টে গাওয়ার জন্য শিডিউল দেওয়া আছে তাঁর। এমনটাই জানালেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, কোক স্টুডিও কনসার্টে জেমসের অংশ নেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো কথা হয়নি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আগে থেকেই ১০ নভেম্বর বরিশালে কনসার্ট চূড়ান্ত করা ছিল নগরবাউলের। এরপরও কোক স্টুডিওর কনসার্টে জেমসের নাম জড়ানো দেখে অবাক হয়েছেন রবিন ঠাকুর। জেমসের অংশগ্রহণের খবরে বিস্ময় প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলার পিআর প্রতিষ্ঠান বেঞ্চমার্কও।তারা জানায়, কেন এমন খবর ছড়িয়ে পড়েছে তা তাদের জানা নেই।
জেমসকে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও থেমে নেই কোক স্টুডিও বাংলা কনসার্টের প্রচারণা। টিকিট বিক্রির জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রমোশন চালিয়ে যাচ্ছে। তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছেন নতুন শিল্পী ও ব্যান্ড। সারপ্রাইজ হিসেবে এখন পর্যন্ত ঘোষণা এসেছে কণ্ঠশিল্পী মিজান ও জালালি সেট ব্যান্ডের নাম।
জানা গেছে, গতবারের মতো এবারও এ কনসার্টে পারফর্ম করবেন কোক স্টুডিও বাংলা সিজন-২-এর শিল্পীরা। এই তালিকায় আছেন শায়ান চৌধুরী অর্ণব, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, ব্যান্ড মেঘদল, ফুয়াদ আল মুক্তাদির, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল ব্যান্ড, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস। এ বছরের ভালোবাসা দিবসে ‘মুড়ির টিন’ গান দিয়ে শুরু হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। শেষ হয় হাসন রাজার ‘দিলারাম’ গানের মাধ্যমে। প্রথম সিজনে ১০টি গান থাকলেও দ্বিতীয় সিজনে প্রকাশ করা হয় ১২টি গান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে