ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো—এই নামের চাপে বেসামাল ম্যানচেস্টার ইউনাইটেড। যে নামে একসময় সাফল্য পেয়েছিল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি, সেই নামটিই যেন এখন বোঝা হয়ে চেপে বসেছে তাদের ওপর। রোনালদোকে না ছাড়া যাচ্ছে, না রাখা যাচ্ছে। দলবদলের শুরুতে রোনালদো নিজে অবশ্য যেতেই চেয়েছিলেন। তখন তাঁকে রাখতে উন্মুখ হয়ে ছিল ‘রেড ডেভিল’রা। আর এখন নাকি রোনালদো গেলেই হাঁফ ছেড়ে বাঁচে তারা। থাকা ও যাওয়ার মাঝে তাই পেন্ডুলামের মতো দুলছে রোনালদোর ভবিষ্যৎ। পর্তুগিজ তারকা যদি চলেই যান, তবে তাঁর বিকল্প কে? ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল বিবিসকে বলেছেন, রোনালদো চলে গেলে ইউনাইটেডে আর গোল করার কেউ থাকবে না। তবে বিকল্প হিসেবে গোল করতে কে আসতে পারেন, তেমনই সম্ভাব্য কিছু নাম জানিয়েছে গোল ডটকম।
মাথিয়াস কুনহা
২৩ বছর বয়সী কুনহাকে ভাবা হচ্ছে আগামী প্রজন্মের সেরা তারকাদের একজন হিসেবে। হার্থা বার্লিনে খেলার সময়ই মুগ্ধতা ছড়ান এই ফরোয়ার্ড। তবে গত বছর আতলেতিকো মাদ্রিদে এসে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। বেশির ভাগ সময় বিকল্প হিসেবেই ব্যবহার করা হয়েছে তাঁকে। কুনহার মূল শক্তি হচ্ছে যেকোনো পজিশনে খেলার দক্ষতা। যেটা এরিক টেন হাগকে দলের সুবিধামতো ব্যবহারের সুযোগ করে দেবে। অবশ্য আতলেতিকো শেষ পর্যন্ত কুনহাকে ছাড়বে কি না সেটিও দেখার বিষয়।
আন্তোনি
আন্তোনিকে টেন হাগের চেয়ে ভালো আর কেই-বা চেনেন! আয়াক্সের এই ব্রাজিলিয়ান তারকার কারিকুরির ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ইতিমধ্যে ব্রাজিলের হয়েও অভিষেক হয়ে গেছে আন্তোনির। লম্বা মেয়াদি পরিকল্পনায় টেন হাগের বড় অস্ত্র হতে পারেন তিনি। তবে স্কোরিং দক্ষতায় এখনো বেশ পিছিয়ে আছেন আন্তোনি। সময়ের সঙ্গে অবশ্য সঠিক পরিচর্যায় সেই দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগও রয়েছে এই আয়াক্স তারকার। যেটা ম্যান ইউনাইটেডে তাঁকে রোনালদোর যোগ্য বিকল্প হিসেবেই সামনে নিয়ে আসতে পারে।
সাসা কালাইজিচ
যদি টেন হাগ তাঁর আক্রমণভাগে লম্বা কাউকে খোঁজেন, সে ক্ষেত্রে যোগ্য বিকল্প হতে পারেন ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার সাসা কালাইজিচ। নাম বা পরিসংখ্যানে খুব একটা সমৃদ্ধ না হলেও স্টুটগার্ট ফরোয়ার্ডের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই অনেক ফুটবলবোদ্ধার। বিশেষ করে ফিট হয়ে মাঠে নামতে পারলে গোল এবং অ্যাসিস্ট—দুই দিকেই সমান কার্যকর এই অস্ট্রিয়ান তারকা।
হোয়াও ফেলিক্স
রোনালদোর স্বদেশি ফেলিক্সকে নতুন করে চেনানোর কিছু নেই। ইতিমধ্যে স্বনামেই বিখ্যাত এই আতলেতিকো তারকা। প্রত্যাশা অনুযায়ী নিজেকে এখনো মেলে ধরতে না পারলেও তাঁকে নিয়ে আশাবাদী লোকের সংখ্যাও কম নয়। টেন হাগের অধীনে খেলে ম্যান ইউনাইটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ আছে ফেলিক্সের।
ক্রিস্টিয়ানো রোনালদো—এই নামের চাপে বেসামাল ম্যানচেস্টার ইউনাইটেড। যে নামে একসময় সাফল্য পেয়েছিল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি, সেই নামটিই যেন এখন বোঝা হয়ে চেপে বসেছে তাদের ওপর। রোনালদোকে না ছাড়া যাচ্ছে, না রাখা যাচ্ছে। দলবদলের শুরুতে রোনালদো নিজে অবশ্য যেতেই চেয়েছিলেন। তখন তাঁকে রাখতে উন্মুখ হয়ে ছিল ‘রেড ডেভিল’রা। আর এখন নাকি রোনালদো গেলেই হাঁফ ছেড়ে বাঁচে তারা। থাকা ও যাওয়ার মাঝে তাই পেন্ডুলামের মতো দুলছে রোনালদোর ভবিষ্যৎ। পর্তুগিজ তারকা যদি চলেই যান, তবে তাঁর বিকল্প কে? ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল বিবিসকে বলেছেন, রোনালদো চলে গেলে ইউনাইটেডে আর গোল করার কেউ থাকবে না। তবে বিকল্প হিসেবে গোল করতে কে আসতে পারেন, তেমনই সম্ভাব্য কিছু নাম জানিয়েছে গোল ডটকম।
মাথিয়াস কুনহা
২৩ বছর বয়সী কুনহাকে ভাবা হচ্ছে আগামী প্রজন্মের সেরা তারকাদের একজন হিসেবে। হার্থা বার্লিনে খেলার সময়ই মুগ্ধতা ছড়ান এই ফরোয়ার্ড। তবে গত বছর আতলেতিকো মাদ্রিদে এসে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। বেশির ভাগ সময় বিকল্প হিসেবেই ব্যবহার করা হয়েছে তাঁকে। কুনহার মূল শক্তি হচ্ছে যেকোনো পজিশনে খেলার দক্ষতা। যেটা এরিক টেন হাগকে দলের সুবিধামতো ব্যবহারের সুযোগ করে দেবে। অবশ্য আতলেতিকো শেষ পর্যন্ত কুনহাকে ছাড়বে কি না সেটিও দেখার বিষয়।
আন্তোনি
আন্তোনিকে টেন হাগের চেয়ে ভালো আর কেই-বা চেনেন! আয়াক্সের এই ব্রাজিলিয়ান তারকার কারিকুরির ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ইতিমধ্যে ব্রাজিলের হয়েও অভিষেক হয়ে গেছে আন্তোনির। লম্বা মেয়াদি পরিকল্পনায় টেন হাগের বড় অস্ত্র হতে পারেন তিনি। তবে স্কোরিং দক্ষতায় এখনো বেশ পিছিয়ে আছেন আন্তোনি। সময়ের সঙ্গে অবশ্য সঠিক পরিচর্যায় সেই দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগও রয়েছে এই আয়াক্স তারকার। যেটা ম্যান ইউনাইটেডে তাঁকে রোনালদোর যোগ্য বিকল্প হিসেবেই সামনে নিয়ে আসতে পারে।
সাসা কালাইজিচ
যদি টেন হাগ তাঁর আক্রমণভাগে লম্বা কাউকে খোঁজেন, সে ক্ষেত্রে যোগ্য বিকল্প হতে পারেন ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার সাসা কালাইজিচ। নাম বা পরিসংখ্যানে খুব একটা সমৃদ্ধ না হলেও স্টুটগার্ট ফরোয়ার্ডের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই অনেক ফুটবলবোদ্ধার। বিশেষ করে ফিট হয়ে মাঠে নামতে পারলে গোল এবং অ্যাসিস্ট—দুই দিকেই সমান কার্যকর এই অস্ট্রিয়ান তারকা।
হোয়াও ফেলিক্স
রোনালদোর স্বদেশি ফেলিক্সকে নতুন করে চেনানোর কিছু নেই। ইতিমধ্যে স্বনামেই বিখ্যাত এই আতলেতিকো তারকা। প্রত্যাশা অনুযায়ী নিজেকে এখনো মেলে ধরতে না পারলেও তাঁকে নিয়ে আশাবাদী লোকের সংখ্যাও কম নয়। টেন হাগের অধীনে খেলে ম্যান ইউনাইটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ আছে ফেলিক্সের।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে