বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ফেব্রুয়ারিতে বাবা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তানজিন তিশা। তাই লম্বা ছুটি নিয়েছিলেন শুটিং থেকে। পরিচালকদের অনুরোধে ঈদের আগে অংশ নেন কয়েকটি নাটকের শুটিংয়ে। ভিকি জাহেদ পরিচালিত ‘চোখ’, রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘সাইলেন্স’ নাটকগুলো বেশ প্রশংসাও কুড়ায়। এ ছাড়া মহিদুল মহিমের ‘লাভ ট্রিপ’, জাকারিয়া সৌখিনের ‘ওয়েডিং ক্রাশ’, শিহাব শাহীনের ‘হাফ চান্স’, সাগর জাহানের ‘পুকুরে ভাসা সংসার’ ও ‘চিত্রা তার অপেক্ষায়’ নাটকগুলো থেকেও পেয়েছেন প্রশংসা। তিশা বলেন, ‘ঈদে অল্প কাজ করেছি, তবে যে কাজটিই করেছি, মনোযোগ দিয়ে অভিনয় করেছি।’
দুই সপ্তাহ আগে বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন তিশা। একটি নাটকের শুটিং শেষ করে অংশ নেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। রাজধানীঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করছিলেন। সেই শুটিংয়ে হাতে গুরুতর চোট পেয়ে আবার বিশ্রামে যেতে হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শে এখনো আছেন বিশ্রামে।
আজ তানজিন তিশার জন্মদিন। তিশা বলেন, ‘আব্বু-আম্মুকে নিয়েই জন্মদিনের পরিকল্পনা করি। কিন্তু এবার আব্বু নেই। গ্রামের বাড়িতে কবরে শুয়ে আছেন। ইচ্ছা ছিল গ্রামে যাওয়ার, অসুস্থতার কারণে যেতে পারছি না। এবার তাই কোনোই প্ল্যান নেই জন্মদিন নিয়ে।’
সব সহশিল্পীরই কাজ দেখেন তিশা। নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। এবার তিনি সিনেমায় অভিনয়ের কথা ভাবছেন। তিশা মনে করেন, অভিনয়জীবনে অন্তত একটি সিনেমায় হলেও অভিনয় করা উচিত। সেই ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন সিনেমায় অভিনয় করার। সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন। সব চূড়ান্ত হলেই বিস্তারিত জানাবেন তাঁর অভিনীত প্রথম সিনেমা নিয়ে।
গত ফেব্রুয়ারিতে বাবা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তানজিন তিশা। তাই লম্বা ছুটি নিয়েছিলেন শুটিং থেকে। পরিচালকদের অনুরোধে ঈদের আগে অংশ নেন কয়েকটি নাটকের শুটিংয়ে। ভিকি জাহেদ পরিচালিত ‘চোখ’, রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘সাইলেন্স’ নাটকগুলো বেশ প্রশংসাও কুড়ায়। এ ছাড়া মহিদুল মহিমের ‘লাভ ট্রিপ’, জাকারিয়া সৌখিনের ‘ওয়েডিং ক্রাশ’, শিহাব শাহীনের ‘হাফ চান্স’, সাগর জাহানের ‘পুকুরে ভাসা সংসার’ ও ‘চিত্রা তার অপেক্ষায়’ নাটকগুলো থেকেও পেয়েছেন প্রশংসা। তিশা বলেন, ‘ঈদে অল্প কাজ করেছি, তবে যে কাজটিই করেছি, মনোযোগ দিয়ে অভিনয় করেছি।’
দুই সপ্তাহ আগে বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন তিশা। একটি নাটকের শুটিং শেষ করে অংশ নেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। রাজধানীঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করছিলেন। সেই শুটিংয়ে হাতে গুরুতর চোট পেয়ে আবার বিশ্রামে যেতে হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শে এখনো আছেন বিশ্রামে।
আজ তানজিন তিশার জন্মদিন। তিশা বলেন, ‘আব্বু-আম্মুকে নিয়েই জন্মদিনের পরিকল্পনা করি। কিন্তু এবার আব্বু নেই। গ্রামের বাড়িতে কবরে শুয়ে আছেন। ইচ্ছা ছিল গ্রামে যাওয়ার, অসুস্থতার কারণে যেতে পারছি না। এবার তাই কোনোই প্ল্যান নেই জন্মদিন নিয়ে।’
সব সহশিল্পীরই কাজ দেখেন তিশা। নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। এবার তিনি সিনেমায় অভিনয়ের কথা ভাবছেন। তিশা মনে করেন, অভিনয়জীবনে অন্তত একটি সিনেমায় হলেও অভিনয় করা উচিত। সেই ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন সিনেমায় অভিনয় করার। সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন। সব চূড়ান্ত হলেই বিস্তারিত জানাবেন তাঁর অভিনীত প্রথম সিনেমা নিয়ে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে