মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
নানা আলোচিত-সমালোচিত ঘটনার মধ্য দিয়ে ২০২২ সাল পার করল ব্রাহ্মণবাড়িয়া জেলা। বছরজুড়ে একাধিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ট্রলের শিকার হয়েছে এই জেলা।
তবে বিশ্বকাপ ফাইনাল খেলা ঘিরে জেলাজুড়ে পুলিশ মোতায়েন, পুলিশের গুলিতে ছাত্রদলের কর্মীর মৃত্যু, দেশের বৃহৎ আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন, আশ্রয়ণ প্রকল্পের ঘরে অনিয়মের অভিযোগ ইউএনও-এসি ল্যান্ড বদলি ও মামলা, অগ্নিদগ্ধে এক পরিবারের পাঁচজনের মৃত্যু, হেলিকপ্টারে গিয়ে ছাত্রলীগ নেতার বিয়ে—এসব ছিল অন্যতম আলোচিত ঘটনা।
এ ছাড়া অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের টাকা পরিশোধ, বন্যা, শিশুকে গলা কেটে হত্যা, আশুগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিক আহত, প্রেমের ঘটনায় শিক্ষকের হাতে শিক্ষার্থী খুন, সম্পর্কের জেরে বিষ খাইয়ে খোদ মায়ের হাতে দুই সন্তান নিহতের ঘটনায় তোলপাড় ছিল দেশ।
বিষ খাইয়ে দুই সন্তানকে খুন: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুকে হত্যা করেছেন মা লিমা আক্তার। কারণ ছিল পরকীয়া। ঘটনাটি ঘটেছে গত ১০ মার্চ। শুরুতে সাত বছরের ইয়াসিন খান ও চার বছরের মুরসালিন খান অসুস্থ হওয়ায় নাপা সিরাপের খাওয়ানোর ফলে তারা মারা যায়—এমন অভিযোগ করেন স্বজনেরা। পরে অভিযোগ খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা সিভিল সার্জন তদন্ত করেন। তদন্তে উঠে আসে সম্পর্কের জেরে পাঁচটি মিষ্টিতে পোকা মারার বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় তাঁদের।
গুলিতে ছাত্রদল নেতা নিহত: গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বাঞ্ছারামপুরে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরে প্রচারপত্র বিলি করেন। কার্যক্রমে একপর্যায়ে বিএনপির নেতা সায়েদুজ্জামান কামালের নেতৃত্বে মোল্লাবাড়ি থেকে তাঁরা মিছিল বের করেন। সে সময় পুলিশ সায়েদুজ্জামানকে গ্রেপ্তার করতে গেলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। তখন পুলিশের গুলিতে নয়ন গুরুতর আহত হলে ঢাকা নেওয়ার পথে মারা যান।
ইউএনও-এসি ল্যান্ডের বদলি: গত ২০ জুলাই আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও গাফিলতির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক ইউএনও রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এর আগে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ উঠলে তাঁদের বদলি করা হয়।
অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রী ও তিন সন্তানের মৃত্যু: আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর গ্রামে গত ২২ ফেব্রুয়ারি একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। ঘটনায় মারা যায় ছোট ছেলে জোবায়ের হোসেন, এর ১৯ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবা মকবুল হোসেন। তারপর একে একে মারা যান স্ত্রী, বড় ছেলে ও গর্ভের সন্তান।
নানা আলোচিত-সমালোচিত ঘটনার মধ্য দিয়ে ২০২২ সাল পার করল ব্রাহ্মণবাড়িয়া জেলা। বছরজুড়ে একাধিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ট্রলের শিকার হয়েছে এই জেলা।
তবে বিশ্বকাপ ফাইনাল খেলা ঘিরে জেলাজুড়ে পুলিশ মোতায়েন, পুলিশের গুলিতে ছাত্রদলের কর্মীর মৃত্যু, দেশের বৃহৎ আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন, আশ্রয়ণ প্রকল্পের ঘরে অনিয়মের অভিযোগ ইউএনও-এসি ল্যান্ড বদলি ও মামলা, অগ্নিদগ্ধে এক পরিবারের পাঁচজনের মৃত্যু, হেলিকপ্টারে গিয়ে ছাত্রলীগ নেতার বিয়ে—এসব ছিল অন্যতম আলোচিত ঘটনা।
এ ছাড়া অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের টাকা পরিশোধ, বন্যা, শিশুকে গলা কেটে হত্যা, আশুগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিক আহত, প্রেমের ঘটনায় শিক্ষকের হাতে শিক্ষার্থী খুন, সম্পর্কের জেরে বিষ খাইয়ে খোদ মায়ের হাতে দুই সন্তান নিহতের ঘটনায় তোলপাড় ছিল দেশ।
বিষ খাইয়ে দুই সন্তানকে খুন: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুকে হত্যা করেছেন মা লিমা আক্তার। কারণ ছিল পরকীয়া। ঘটনাটি ঘটেছে গত ১০ মার্চ। শুরুতে সাত বছরের ইয়াসিন খান ও চার বছরের মুরসালিন খান অসুস্থ হওয়ায় নাপা সিরাপের খাওয়ানোর ফলে তারা মারা যায়—এমন অভিযোগ করেন স্বজনেরা। পরে অভিযোগ খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা সিভিল সার্জন তদন্ত করেন। তদন্তে উঠে আসে সম্পর্কের জেরে পাঁচটি মিষ্টিতে পোকা মারার বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় তাঁদের।
গুলিতে ছাত্রদল নেতা নিহত: গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বাঞ্ছারামপুরে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরে প্রচারপত্র বিলি করেন। কার্যক্রমে একপর্যায়ে বিএনপির নেতা সায়েদুজ্জামান কামালের নেতৃত্বে মোল্লাবাড়ি থেকে তাঁরা মিছিল বের করেন। সে সময় পুলিশ সায়েদুজ্জামানকে গ্রেপ্তার করতে গেলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। তখন পুলিশের গুলিতে নয়ন গুরুতর আহত হলে ঢাকা নেওয়ার পথে মারা যান।
ইউএনও-এসি ল্যান্ডের বদলি: গত ২০ জুলাই আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও গাফিলতির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক ইউএনও রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এর আগে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ উঠলে তাঁদের বদলি করা হয়।
অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রী ও তিন সন্তানের মৃত্যু: আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর গ্রামে গত ২২ ফেব্রুয়ারি একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। ঘটনায় মারা যায় ছোট ছেলে জোবায়ের হোসেন, এর ১৯ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবা মকবুল হোসেন। তারপর একে একে মারা যান স্ত্রী, বড় ছেলে ও গর্ভের সন্তান।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪