আজকের পত্রিকা ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার মাদারীপুর, শরীয়তপুর, ভোলা ও ঝালকাঠিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৭ মার্চের ভাষণ প্রচার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
ভোলা প্রতিনিধি জানান, ভোলায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। সন্ধ্যায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাংসদ আলী আজম মুকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
ঝালকাঠি প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এদিকে ঝালকাঠি সরকারি কলেজ সভাকক্ষে সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এ সময় তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এই ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডাক দিয়েছিলেন। তাঁর সেই ভাষণ ইউনেসকো স্বীকৃতি দিয়েছে। ফলে সারা বিশ্বে বঙ্গবন্ধুসহ বাঙালি জাতি সম্মানিত হয়েছে।’ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহম্মদ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস ব্যাপারী, জেলা যুবলীগে আহ্বায়ক রেজাউল করিম জাকির প্রমুখ।
মাদারীপুর প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে পুরান বাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার প্রমুখ। এ ছাড়া জেলা শিশু একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, উপজেলার আসমত আলী খান অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, পৌর মেয়র নাজমা রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান।
নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি জানান, সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন প্রমুখ।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ৭ মার্চের ভাষণ প্রচার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ মোস্তফা খোকন প্রমুখ।
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার মাদারীপুর, শরীয়তপুর, ভোলা ও ঝালকাঠিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৭ মার্চের ভাষণ প্রচার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
ভোলা প্রতিনিধি জানান, ভোলায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। সন্ধ্যায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাংসদ আলী আজম মুকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
ঝালকাঠি প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এদিকে ঝালকাঠি সরকারি কলেজ সভাকক্ষে সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এ সময় তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এই ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডাক দিয়েছিলেন। তাঁর সেই ভাষণ ইউনেসকো স্বীকৃতি দিয়েছে। ফলে সারা বিশ্বে বঙ্গবন্ধুসহ বাঙালি জাতি সম্মানিত হয়েছে।’ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহম্মদ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস ব্যাপারী, জেলা যুবলীগে আহ্বায়ক রেজাউল করিম জাকির প্রমুখ।
মাদারীপুর প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে পুরান বাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার প্রমুখ। এ ছাড়া জেলা শিশু একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, উপজেলার আসমত আলী খান অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, পৌর মেয়র নাজমা রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান।
নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি জানান, সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন প্রমুখ।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ৭ মার্চের ভাষণ প্রচার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ মোস্তফা খোকন প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে