মৎস্য অফিসে নিয়োগে অনিয়ম

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০৬: ৫৭
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ০৪

পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পে দুজন মাঠ সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। প্রতিটি পদের জন্য ২ লাখ টাকা করে নিয়োগ বাণিজ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিয়োগ প্রার্থীরা।

নিয়োগ প্রার্থীরা অভিযোগ করে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী নিয়োগ পরীক্ষার আগেই দুজন প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে এ পদের জন্য তাঁদের চূড়ান্ত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী বলেন, ‘শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে মাঠ সহায়ক নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা কোনো নিয়োগ বাণিজ্য করিনি।’ গত শনিবার সকালে উপজেলা সভা কক্ষে মাঠ সহায়ক পদে নিয়োগ লাভের জন্য ৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে ইউএনওর অফিসে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

নিয়োগে কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত