ঘোড়ায় চড়ে বরযাত্রা

ফরিদপুর সংবাদদাতা
Thumbnail image

এক সময়ের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ছিল ঘোড়ায় চড়ে বিয়ে করা। রাজ পরিবারের সদস্যদের মধ্যে সেই প্রথা বেশি দেখা যেতো। সেই হারানো সংস্কৃতিতে ফিরে যাওয়া আর নিজের বিয়েকে আনন্দঘন ও বৈচিত্র্যময় করে তুলতে ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করেছেন ফরিদপুরের হেমায়েত হোসেন নামে এক তরুণ।

হেমায়েত হোসেন ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চান্দাখোলা গ্রামের চাঁন মাতুব্বরের ছেলে। গত রোববার বিকেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী সোনাপুর গ্রামের রিজু ফকিরের মেয়ে সাদিয়া আক্তারের সঙ্গে বিয়ে সম্পন্ন হয় তাঁর। এমন সংস্কৃতি তুলে ধরায় খুশিও স্থানীয়রা ও বড়যাত্রীরা।

বর হেমায়েত হোসেন বলেন, ‘বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার ইচ্ছা ছিল। শখ পূরণে এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করা হয়। এতে আমাদের অনেক আনন্দ হয়েছে।’

কনের বাবা রিজু ফকির বলেন, ‘আমার বড় মেয়ের বিয়ে, ধুমধামের সঙ্গে বিয়ে দেওয়ার  ইচ্ছাটা পূরণ হয়েছে। সেই সঙ্গে আলাদা আনন্দ দিয়েছে আমার জামাই ঘোড়ায় চড়ে এসেছে। আমি দোয়া করি, ওদের দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত