Ajker Patrika

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ৫১
উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে ৭০ হাজার ইয়াবা ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।

গত রোববার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল। তিনি বলেন, জাহাঙ্গীর আলম মাদক কারবারি ছিলেন।

জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত রোববার ভোরে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রিজ এলাকায় র‍্যাবের সদস্যরা অভিযান যান। এ সময় মাদক কারবারিরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করলে র‍্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের গুলিবিদ্ধ মরদেহ এবং ৭০ হাজার ইয়াবা ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।

লে. নিয়াজ মোহাম্মদ চপল বলেন, ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইকে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত