Ajker Patrika

আ.লীগের নতুন কমিটি পক্ষে-বিপক্ষে মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আ.লীগের নতুন কমিটি পক্ষে-বিপক্ষে মিছিল

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দিয়েছে প্রশাসন। 
গতকাল শনিবার বিকেলে কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল বের হলে শহরতলির তেমুখী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দুই পক্ষকে দুই জায়গায় সংক্ষিপ্ত করে সভা করার অনুমতি দেয়। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত দুই পক্ষ কর্মসূচি পালন করে।

নতুন কমিটির পক্ষে-বিপক্ষে কর্মসূচির খবর শুনে শহরতলির টুকেরবাজার ও তেমুখীসহ বিভিন্ন স্থানে বেলা ৩টা থেকেই অবস্থান নেয় পুলিশ। আছরের নামাজের পর কমিটির পক্ষের আওয়ামী লীগ নেতা-কর্মীরা তেমুখী পয়েন্ট থেকে মিছিল বের করে টুকেরবাজারে গিয়ে সভায় মিলিত হন।

অপরদিকে, কমিটি প্রত্যাখ্যানকারী আওয়ামী লীগ নেতা-কর্মীরা শাহ্ খুররম ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিল নিয়ে তেমুখীতে পৌঁছালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে দুই পক্ষকে মুখোমুখি হতে দেয়নি পুলিশ। মধ্যখানে ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে অল্প সময়ের মধ্যে সভা শেষ করে দুদিকে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। পরে পুলিশের কথামতো দুই পক্ষই নিজেদের কর্মসূচি পালন করে তেমুখী ত্যাগ করে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘দুই পক্ষের মিছিল-সভার খবর পেয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা রাখা হয় এবং দুই পক্ষকে কর্মসূচি পালন করে দুই দিকে চলে যেতে বাধ্য করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে পুলিশ সদাপ্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

২৩ অক্টোবর রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান সদর উপজেলা আওয়ামী লীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয় ইউপি চেয়ারম্যান হিরণ মিয়াকে। তবে একদিন পরই সংবাদ সম্মেলন করে এ কমিটিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগের একাংশ। দলের গঠনতন্ত্র না মেনে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে নেতারা বলেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির সাবেক নেতা হিরণ মিয়াকে কমিটির সাধারণ সম্পাদক রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত