বিনোদন ডেস্ক
জি বাংলায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। নাম ‘ফুলকি’। এক নারী বক্সারের জীবনের গল্প নিয়ে লেখা হয়েছে ধারাবাহিকের চিত্রনাট্য। বক্সারের চরিত্রে অভিনয় করছেন দেবযানী মণ্ডল। মডেল হিসেবে নিয়মিত কাজ করেন দেবযানী, ফুলকি সিরিয়াল দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। এতে দেবযানীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে সোমরাজ মাইতিকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ফুলকির আগাম ঝলক। তাতে দেখা গেছে, একটি গ্রামের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা চলছে। মাইকে ঘোষণা করা হচ্ছে বিভিন্ন খেলার নাম। ঘোষণায় জানানো হয়, ক্রীড়া প্রতিযোগিতায় বক্সিংয়ে যে চ্যাম্পিয়ন হবে, সে পাবে ১০ হাজার টাকা। এ ঘোষণা শুনে মাঠের মাঝখান দিয়ে ছুটে আসছে ফুলকি। আয়োজকদের হাঁপাতে হাঁপাতে অনুরোধ করে, বক্সিংয়ের প্রতিযোগী হিসেবে তার নাম লিখে নেওয়ার জন্য।
আয়োজকেরা অবাক হয়। কারণ, একে তো ফুলকির হাঁপানি রোগ আছে, তার ওপর এমন লিকলিকে চেহারা। ছেলেদের সঙ্গে বক্সিংয়ে কীভাবে লড়বে সে? তারা ফুলকিকে পরামর্শ দেয়, অন্য কোনো খেলায় নাম দেওয়ার জন্য। আয়োজকদের ফুলকি বলে, সেরার পুরস্কারটি পেলে সে মায়ের ডায়ালাইসিস করাতে পারবে। টাকাটা তার প্রয়োজন। পেছন থেকে অন্য প্রতিযোগীরা তাকে তুচ্ছতাচ্ছিল্য করে।
তবে এতে দমে যায় না ফুলকি। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ‘গায়ের জোরে সবটা হয় না। স্বপ্ন আর জেদটাই আসল। একদিন আমি এই চেহারাতেই বক্সিং লড়ে দেখিয়ে দেব।’ এ সময় পাঁচিলে এক ঘুষি মেরে চলে যায়। পেছন থেকে হুড়মুড় করে ভেঙে পড়ে পাঁচিল। তা দেখে সবাই অবাক। দেবযানী মণ্ডল অভিনীত সিরিয়ালটি শিগগির দেখা যাবে জি বাংলায়।
জি বাংলায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। নাম ‘ফুলকি’। এক নারী বক্সারের জীবনের গল্প নিয়ে লেখা হয়েছে ধারাবাহিকের চিত্রনাট্য। বক্সারের চরিত্রে অভিনয় করছেন দেবযানী মণ্ডল। মডেল হিসেবে নিয়মিত কাজ করেন দেবযানী, ফুলকি সিরিয়াল দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। এতে দেবযানীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে সোমরাজ মাইতিকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ফুলকির আগাম ঝলক। তাতে দেখা গেছে, একটি গ্রামের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা চলছে। মাইকে ঘোষণা করা হচ্ছে বিভিন্ন খেলার নাম। ঘোষণায় জানানো হয়, ক্রীড়া প্রতিযোগিতায় বক্সিংয়ে যে চ্যাম্পিয়ন হবে, সে পাবে ১০ হাজার টাকা। এ ঘোষণা শুনে মাঠের মাঝখান দিয়ে ছুটে আসছে ফুলকি। আয়োজকদের হাঁপাতে হাঁপাতে অনুরোধ করে, বক্সিংয়ের প্রতিযোগী হিসেবে তার নাম লিখে নেওয়ার জন্য।
আয়োজকেরা অবাক হয়। কারণ, একে তো ফুলকির হাঁপানি রোগ আছে, তার ওপর এমন লিকলিকে চেহারা। ছেলেদের সঙ্গে বক্সিংয়ে কীভাবে লড়বে সে? তারা ফুলকিকে পরামর্শ দেয়, অন্য কোনো খেলায় নাম দেওয়ার জন্য। আয়োজকদের ফুলকি বলে, সেরার পুরস্কারটি পেলে সে মায়ের ডায়ালাইসিস করাতে পারবে। টাকাটা তার প্রয়োজন। পেছন থেকে অন্য প্রতিযোগীরা তাকে তুচ্ছতাচ্ছিল্য করে।
তবে এতে দমে যায় না ফুলকি। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ‘গায়ের জোরে সবটা হয় না। স্বপ্ন আর জেদটাই আসল। একদিন আমি এই চেহারাতেই বক্সিং লড়ে দেখিয়ে দেব।’ এ সময় পাঁচিলে এক ঘুষি মেরে চলে যায়। পেছন থেকে হুড়মুড় করে ভেঙে পড়ে পাঁচিল। তা দেখে সবাই অবাক। দেবযানী মণ্ডল অভিনীত সিরিয়ালটি শিগগির দেখা যাবে জি বাংলায়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪