কর্মসৃজনে ১৫৭১ শ্রমিক নিয়োগ

বদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০৭: ৪৪
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৫: ৩৭

বদরগঞ্জে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে নতুন করে শ্রমিক নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) নতুন চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতায় ইউপি সচিব এই শ্রমিক নিয়েছেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে বদরগঞ্জের ১০ ইউনিয়নে ১ হাজার ৫৭১ জনকে কর্মসৃজন প্রকল্পের আওতায় আনা হয়েছে। উপজেলার নয় ইউনিয়নে ৮ জানুয়ারি এবং বাকি ইউনিয়নটিতে গতকাল রোববার থেকে প্রকল্পের আওতায় মাটি কাটার কাজ শুরু হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ ইউনিয়নে ২ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে কর্মসৃজনের ৯০টি প্রকল্প নেওয়া হয়েছে। শ্রমিকেরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাটি কাটার কাজ করছেন। প্রত্যেক শ্রমিক এবার দৈনিক মজুরি হিসেবে পাবেন ৪০০ টাকা। মোবাইল ব্যাংকিং ব্যবস্থা রকেটের মাধ্যমে টাকা সরাসরি শ্রমিকদের ফোনে চলে যাবে।

রাধানগর ইউপি সচিব আতাউর রহমান বলেন, আগে দরিদ্র শ্রমিকেরা কর্মসৃজনের কাজ করে মজুরি হিসেবে পেতেন দৈনিক ২০০ টাকা। এতে তাঁরা কাজে ফাঁকি দেওয়ায় তেমন প্রকল্প বাস্তবায়ন হয়নি। কিন্তু এবার সরকারি নির্দেশনা অনুযায়ী গতবারের চেয়ে অর্ধেক শ্রমিক নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রত্যেক শ্রমিক দৈনিক মজুরি হিসেবে পাবেন ৪০০ টাকা। এ কারণে তাঁরা মনোযোগ দিয়ে মাটি কাটার কাজ করছেন।

পিআইও বাবুল চন্দ্র রায় বলেন, প্রকল্পের কাজ তদারকির জন্য প্রত্যেক ইউনিয়নে ট্যাগ কর্মকর্তা রয়েছেন। তাঁরা তদারকি করছেন। এবার কর্মসৃজনের মজুরি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক উৎসাহ নিয়ে প্রকল্পের কাজ করছেন শ্রমিকেরা। তাঁদের টাকা তুলতে ব্যাংকে যেতে হবে না। ফোনে টাকা পাবেন। এতে তাঁরা আর টাকা তুলতে হয়রানির শিকার হবেন না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত