Ajker Patrika

আরও গভীর তদন্তের দাবি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৪: ৫৬
আরও গভীর তদন্তের দাবি

রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনাটি সরেজমিন তদন্ত করেছে কৃষি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এই কমিটি কৃষি সচিবের কাছে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে পানি ব্যবস্থাপনায় ছিল অব্যবস্থাপনা। কিন্তু দুই কৃষক কেন বিষপান করেছিলেন, সে বিষয়ে এই প্রতিবেদনে কিছু বলা হয়নি।

তাই এ বিষয়ে আরও গভীর তদন্ত দাবি করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রক্ষাগোলা সমন্বয় কমিটি। গতকাল শনিবার সকালে এনজিও ফোরামের রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে সহযোগিতা করে রক্ষাগোলা নিয়ে কাজ করা সংগঠন সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও)। সংবাদ সম্মেলনে আত্মহত্যা করা কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রম ও রবি মারান্ডির বড় ভাই সুশীল মারান্ডিও উপস্থিত ছিলেন। তাঁরা তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য রণজিৎ পাহাড়িয়া বলেন, সরেজমিন মাত্র এক দিন গিয়ে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করেছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তাঁরা জানতে পেরেছেন, এই তদন্ত প্রতিবেদনে প্রকৃত বিষয় উঠে আসেনি। তদন্ত কমিটিকে ক্ষুদ্র জাতিসত্তার কৃষকেরা যেভাবে বক্তব্য দিয়েছিলেন, তা-ও হুবহু আসেনি। তাই পুনরায় গভীর তদন্ত হওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলন থেকে আবারও দাবি করা হয়, শুধু বোরো ধানের খেতে পানি না দেওয়ার কারণে অভিনাথ ও তাঁর চাচাতো ভাই রবি গভীর নলকূপের সামনেই বিষপান করেন। কিন্তু একটি পক্ষ তাঁদের মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বলা হচ্ছে, চোলাই মদপানে তাঁদের মৃত্যু হয়েছে।

রণজিৎ পাহাড়িয়া বলেন, আদিবাসীরা চোলাই মদ পান করেন। এটা তাঁদের সংস্কৃতি। এ জন্য তাঁদের মৃত্যু হয় না। এখন এই বিষয়টিই সামনে এনে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। বিএমডিএকে বাঁচানোর চেষ্টা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ওই গভীর নলকূপের কিছু অনিয়ম তুলে ধরা হয়। এতে বলা হয়, গভীর নলকূপের ট্রান্সমিটার পাহারা দেওয়ার জন্য প্রতি মৌসুমে কৃষকদের কাছে থেকে জনপ্রতি ২০০-৩০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হতো, যা খরচের কোনো হিসাব নেই। চেম্বার মেরামতের জন্য কৃষকপ্রতি ৫০ টাকা তোলা হতো। সেচের পানি প্রদানের ক্ষেত্রে কোনো সিরিয়াল অনুসরণ করা হতো না।

অভিযোগ করা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে পানি না দেওয়ার ভয় দেখিয়ে বিনা পারিশ্রমিকে বাড়ির কাজ করিয়ে নিতেন নলকূপ অপারেটর সাখাওয়াত। সেচের পানির জন্য পীড়াপীড়ি করলে কৃষকদের বলতেন ‘তোদের পানি দেওয়া হবে না, পারলে কেস কর গা’। ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষকদের গভীর রাত ছাড়া সেচের পানি দেওয়া হতো না। অপারেটর তাঁর নিজস্ব আবাদি জমিতে জোর করে কম মজুরিতে কাজ করাতে বাধ্যও করতেন। সংবাদ সম্মেলন থেকে কিছু দাবি তুলে ধরা হয়। এগুলো হলো কৃষক অভিনাথ ও রবির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় সাখাওয়াত হোসেনকে বিচারের মাধ্যমের শাস্তি নিশ্চিত করা, সেচ কার্যক্রমের অব্যবস্থাপনা ও অনিয়মের জন্য বিএমডিএ কর্তৃপক্ষকে তদন্তের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, নলকূপ পরিচালনার ক্ষেত্রে কৃষকবান্ধব নীতিমালা প্রণয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলোতে নলকূপ অপারেটর হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ও প্রান্তিক কৃষকদের পর্যাপ্ত পরিমাণে সেচের পানির অভিগম্যতার সুযোগ নিশ্চিত করার জন্য বিধান তৈরি করা।

সংবাদ সম্মেলনে সিসিবিভিওর সমন্বয়কারী মো. আরিফ, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা, সাবেক সভাপতি প্রসেন এক্কাসহ ক্ষুদ্র জাতিসত্তার কৃষকেরা উপস্থিত ছিলেন। গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের কৃষক অভিনাথ ও তাঁর চাচাতো রবি বিষপান করলে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের করা আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন কারাগারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত