আজকের পত্রিকা ডেস্ক
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল রোববার চট্টগ্রামের পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী; কক্সবাজারের চকরিয়া ও টেকনাফের ৩৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং টেকনাফ পৌরসভার ভোট গ্রহণ শেষ হয়েছে। সংঘর্ষের কারণে স্থগিত করা হয়েছে কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ। ভোট বর্জন করেছেন এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে।
পটিয়া (চট্টগ্রাম) : গতকাল বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পটিয়ার ১৭ ইউপির ভোট গ্রহণ শেষ হয়েছে। কয়েকটি কেন্দ্রে হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সরেজমিন দেখা গেছে, গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকালের দিকে ভোটারদের লম্বা লাইন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কমে যায়।
সকাল ১০টার দিকে ছনহারা ইউপির ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে একই ইউপির রমেশ পনীন্দ্র স্মৃতি পাঠাগার ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া বেলা ১১টার দিকে উপজেলার জিরি ইউপির সাইদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম বাবুলের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের বাগ্বিতণ্ডা হয়। এরপর কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. রবিউল আউয়াল। এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েক কেন্দ্রে সমস্যা তৈরি হলে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
লোহাগাড়া(চট্টগ্রাম) : গতকাল বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার ৬ ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গন্ডগোল সৃষ্টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে চুনতির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগ করেন, চুনতির ৯টি ভোট কেন্দ্রের ৫টি কেন্দ্র দখল করেন আওয়ামী লীগের প্রার্থী-সমর্থকেরা। তাঁরা নৌকায় সিল মারেন।
এ অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রার্থী মো. জয়নুল আবদিন।
কর্ণফুলী (চট্টগ্রাম) : চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে গতকাল সকালে ছিল ভোটারদের লম্বা লাইন। বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
তবে চরলক্ষ্যা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেন বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী। দুপুর ১২টার দিকে চরলক্ষ্যার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান তালুকদার বলেন, ‘শুরু থেকে তিনি মিথ্যা বানোয়াট অভিযোগ করছেন। নৌকার জয় সুনিশ্চিত দেখে এবং নিজের পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করেছেন। তিনি আরও বলেন, সব কেন্দ্রে আপনারাও গেছেন, আমিও গেছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে।’
টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে দুই ইউপি ও একটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় বাজার আগেই নারী-পুরুষের ভোটকেন্দ্র উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
টেকনাফ পৌরসভার ভোটাররা জানান, কোনো ঝামেলা ছাড়া ব্যতিক্রমভাবে ইভিএম পদ্ধতিতে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন।
পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ার ৮ ইউপিতে গতকাল ৭৩ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
এর আগে সুরাজপুর-মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোট নির্বাচিত হন।
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল রোববার চট্টগ্রামের পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী; কক্সবাজারের চকরিয়া ও টেকনাফের ৩৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং টেকনাফ পৌরসভার ভোট গ্রহণ শেষ হয়েছে। সংঘর্ষের কারণে স্থগিত করা হয়েছে কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ। ভোট বর্জন করেছেন এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে।
পটিয়া (চট্টগ্রাম) : গতকাল বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পটিয়ার ১৭ ইউপির ভোট গ্রহণ শেষ হয়েছে। কয়েকটি কেন্দ্রে হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সরেজমিন দেখা গেছে, গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকালের দিকে ভোটারদের লম্বা লাইন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কমে যায়।
সকাল ১০টার দিকে ছনহারা ইউপির ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে একই ইউপির রমেশ পনীন্দ্র স্মৃতি পাঠাগার ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া বেলা ১১টার দিকে উপজেলার জিরি ইউপির সাইদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম বাবুলের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের বাগ্বিতণ্ডা হয়। এরপর কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. রবিউল আউয়াল। এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েক কেন্দ্রে সমস্যা তৈরি হলে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
লোহাগাড়া(চট্টগ্রাম) : গতকাল বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার ৬ ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গন্ডগোল সৃষ্টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে চুনতির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগ করেন, চুনতির ৯টি ভোট কেন্দ্রের ৫টি কেন্দ্র দখল করেন আওয়ামী লীগের প্রার্থী-সমর্থকেরা। তাঁরা নৌকায় সিল মারেন।
এ অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রার্থী মো. জয়নুল আবদিন।
কর্ণফুলী (চট্টগ্রাম) : চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে গতকাল সকালে ছিল ভোটারদের লম্বা লাইন। বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
তবে চরলক্ষ্যা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেন বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী। দুপুর ১২টার দিকে চরলক্ষ্যার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান তালুকদার বলেন, ‘শুরু থেকে তিনি মিথ্যা বানোয়াট অভিযোগ করছেন। নৌকার জয় সুনিশ্চিত দেখে এবং নিজের পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করেছেন। তিনি আরও বলেন, সব কেন্দ্রে আপনারাও গেছেন, আমিও গেছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে।’
টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে দুই ইউপি ও একটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় বাজার আগেই নারী-পুরুষের ভোটকেন্দ্র উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
টেকনাফ পৌরসভার ভোটাররা জানান, কোনো ঝামেলা ছাড়া ব্যতিক্রমভাবে ইভিএম পদ্ধতিতে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন।
পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ার ৮ ইউপিতে গতকাল ৭৩ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
এর আগে সুরাজপুর-মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোট নির্বাচিত হন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে