গুজরাটের বিশ্ববিদ্যালয়ে জীবনের গল্প শোনালেন নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও নিয়মিত কাজ করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেখানে কয়েকটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। এবার গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ফারিয়া। আগামী এক বছর বিশ্ববিদ্যালয়টির হয়ে কাজ করবেন তিনি। গত শনিবার ছিল পারুল বিশ্ববিদ্যালয়ের একটি ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান। নুসরাত ফারিয়া সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের জীবনের অভিজ্ঞতা।

সেই অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ফারিয়া। তিনি লেখেন, ‘এটা সত্যিই অনবদ্য অভিজ্ঞতা। এটি গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। যেখানে ৭০টির বেশি দেশের ৫০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সেই বিশ্ববিদ্যালয়ের গেস্ট অব অনার হওয়া আমার জন্য খুবই আনন্দের।’

 নুসরাত ফারিয়া বলেন, ‘পারুল বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে সাইন করেছি। একজন বাংলাদেশি অভিনেত্রী হয়ে গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হতে পেরে আনন্দিত। আন্তর্জাতিক ও সার্কভুক্ত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করব। গত শুক্রবার পারুল বিশ্ববিদ্যালয়ের ২ হাজারের বেশি শিক্ষার্থী কনভোকেশনে অংশ নিয়েছেন। শুভেচ্ছাদূত হিসেবে সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শিক্ষার্থীদের সঙ্গে আমার জীবনের ভালো অভিজ্ঞতার পাশাপাশি নানা ধরনের স্ট্রাগলিংয়ের গল্প শেয়ার করেছি। জীবনের সেসব অধ্যায় থেকে কী শিখেছি, কীভাবে সেখান থেকে ওভারকাম করেছি, জীবনে চলার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্ব পায়—এসব বিষয় শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত