Ajker Patrika

উত্তরের ঈদযাত্রা: চার লেন চালুতে স্বস্তি, আছে শঙ্কাও

সিরাজগঞ্জ প্রতিনিধি
উত্তরের ঈদযাত্রা: চার লেন চালুতে স্বস্তি, আছে শঙ্কাও

পুরোদমে চলছে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর চার লেন প্রকল্পের কাজ। উত্তরের পথে ঈদযাত্রায় গাড়ির চাপ সামাল দিতে ইতিমধ্যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত চার লেন চালু করা হয়েছে। তবে মহাসড়কে চার লেনের কাজ চলমান থাকায় কোথাও কোথাও যানজটের আশঙ্কা করা হচ্ছে। যাতায়াতের স্বস্তি ফেরাতে দ্রুতই সব কাজ শেষ করার দাবি জানিয়েছেন যাত্রী ও চালকেরা। সংশ্লিষ্টরাও ঈদযাত্রা নির্বিঘ্নে করতে ওই সব স্থান সংস্কার করছে। 

প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত ২২ কিলোমিটার এ মহাসড়ক পাড়ি দিতে যাত্রী ও চালকদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে এ বছর মহাসড়কের নকলা ব্রিজ, ফ্লাইওভার ও চার লেনের কাজ অনেকাংশে শেষ হওয়ায় অনেকটাই স্বস্তি পেতে পারেন উত্তরবঙ্গের ঈদে ঘরে ফেরা মানুষ, যাত্রী ও চালকেরা। স্বাভাবিক দিনে গড়ে ২০-২৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈদযাত্রায় ৩০-৩৫ হাজার ছাড়িয়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হয় তীব্র যানজট। 

বাসচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-বগুড়া ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাস্তা প্রশস্তকরণ ও ফ্লাইওভার নির্মাণকাজ অধিকাংশ জায়গায় শেষ হলেও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণকাজসহ অনেক জায়গায় চার লেনের কাজ চলমান। এর ফলে কিছু কিছু জায়গায় রাস্তা সরু হয়ে গেছে। 

বাসচালক আজগর আলী বলেন, আগের বছরের তুলনায় এ বছর মহাসড়কের অবস্থা ভালো। বগুড়া পর্যন্ত চার লেনের কাজ শেষের দিকে। কিন্তু এখনো অনেক জায়গায় খানাখন্দ রয়েছে। ঈদের আগে মেরামত করা হলে যানজট হবে না। 

আরেক বাসচালক জহুরুল ইসলাম বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী থেকে ঘুরকা বেলতলা পর্যন্ত সমস্যা হতে পারে। সংস্কার করা গেলে এ সমস্যা থাকবে না। মহাসড়কে পুলিশ মোতায়েন করা হলে যানজট থাকবে না। 

সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গের ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াতে যেন বিঘ্ন না ঘটে, এ জন্য হাটিকুমরুল মোড়ে এক মাস আগেই কংক্রিটের রাস্তা মেরামত করে দেওয়া হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ চারটি লেনের মেরামত কাজ শুরু করেছে। আশা করছি, এ বছর যানজট হবে না।’ 

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, গত বছরের তুলনায় এ বছর মহাসড়কের অবস্থা খুবই ভালো। ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সব তথ্য সড়ক বিভাগের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর কর্তৃপক্ষ সেগুলো ৩১ মার্চের মধ্যে সংস্কার করে দেবে বলে জানিয়েছে। মানুষের নিরাপদে ঘরে ফেরা ও নিশ্চিন্তে যাতায়াতে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় জেলা পুলিশের পক্ষ থেকে সাড়ে সাত শ পুলিশ মোতায়েন থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত