বঙ্গবন্ধু সেতুতে চার ঘণ্টা টোল আদায় বন্ধ, দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
Thumbnail image

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুতে প্রায় সাড়ে চার ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-রংপুর মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

 গতকাল রোববার ভোর সাড়ে চারটা থেকে সকাল আটটা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়। পরে সকাল আটটার দিকে টোল আদায় শুরু হলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। এদিকে, দীর্ঘ সময় টোল আদায় বন্ধ রাখায় যানজটের কবলে পড়তে হয় মহাসড়কে চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের। এতে চরম ভোগান্তি পোহাতে হয় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে চালকদের দৃষ্টিসীমা কমে এসেছিল। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ টোল আদায় বন্ধ করে দেয়। এতে মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানা গেছে, গতকাল ভোররাত থেকে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এতে দৃষ্টিসীমা ৪০ মিটারের চেয়েও কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয় পাড়ের টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে সাময়িক যানজটের সৃষ্টি হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত