Ajker Patrika

দুধুকছড়ায় সেতুর দুঃখ দুই বছরেও ঘোচেনি

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ৪৬
দুধুকছড়ায় সেতুর দুঃখ দুই বছরেও ঘোচেনি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুধুক ছড়ার ওপর সেতুর একাংশ দুই বছর আগে দেবে গেছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে উপজেলার লোগাং ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দারা।

সরেজমিনে জানা গেছে, দুধুক ছড়ার ওপর দিয়ে ঘিলাতলী, শনখলা, হারুবিল, রুপসান পাড়া, মধুরঞ্জন পাড়া, সীমানা পাড়া, কালারাম পাড়া সহ ১০ গ্রামের মানুষ যাতায়াত। ওই সেতু দিয়ে কৃষিপণ্য পরিবহন করে উপজেলা সদর ও হাট-বাজারে নেওয়া হয়।

দুধুকছড়া গ্রামের বাসিন্দা পানছড়ি সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী নিশানা চাকমা, ক্ষুদ্র ব্যবসায়ী মহারঞ্জন, কৃষক অরুণ জয় চাকমাসহ কয়েকজন আজকের পত্রিকাকে জানান, এলাকার লোকজন ধসে যাওয়া সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। একমাত্র সড়কের সেতুটি নিচের দিকে দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে হাজারো মানুষ চলাচল করছে। দীর্ঘদিন ধরে সেতুটির পূর্ব পাশ দেবে যাওয়ায় এমন অবস্থা হয়েছে বলে তাঁদের অভিযোগ।

লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নয়ন রঞ্জন চাকমা আক্ষেপ করে বলেন, সেতুটি নিয়ে পত্রিকায় অনেক লেখালেখি হলেও কোনো লাভ হয় নাই। দুধুকছড়ার এ পথেই ৯-১০ গ্রামের মানুষ ছাড়াও বিজিবি সীমান্ত ক্যাম্পের সদস্যরা যাতায়াত ও মালামাল পরিবহন করে।

নয়ন রঞ্জন চাকমা বলেন, ‘১৯৯৫ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ছড়ার ওপর সেতুটি তৈরি করে। দুই বছর আগে পাহাড়ি ঢলে এক অংশ মাটিতে দেবে গেলে লিখিতভাবে উপজেলা কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে কোনো অদৃশ্য কারণে কাজটি হয় না তা জানা নাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক লোগাং বিজিবি বিওপির এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন যাবৎ দুধুকছড়ার সেতুর একটি অংশ দেবে যাওয়ায় সীমান্ত ক্যাম্পগুলোতে মালামাল পরিবহন ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া স্থানীয়দের জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স যেতে সমস্যা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কাঁধে ও মাথায় বহন করে নিতে হয়। অফিশিয়ালভাবে বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।

এলজিইডির পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সুপারিশ সহকারে পাঠানো হয়েছে। অনুমোদন আসলে সেতুর কাজটি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত