কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
হেঁটে রেকর্ড করার স্বপ্ন রাজবাড়ীর কালুখালীর যুবক মো. ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ ইকবাল। সেই লক্ষ্যে একটানা ২৪ ঘণ্টা হেঁটে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের দেলোয়ার মণ্ডলের ছেলে ইকবাল মণ্ডল।
গত শনিবার রাত ১২টা ১ মিনিটে ইকবাল মণ্ডল খুলনা রেলওয়ে স্টেশন থেকে হাঁটা শুরু করে রোববার রাত ১১টা ৩০ মিনিটে ১৩০ কিলোমিটার পাড়ি দিয়ে বালিয়াকান্দিতে এসে অসুস্থতার জন্য হাঁটা শেষ করেন। এতে তাঁর ২৩ ঘণ্টা ৩২ মিনিট সময় লাগে। তাঁর লক্ষ্য ছিল, খুলনা থেকে কালুখালী পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পাড়া দেওয়া।
এর আগে ইকবাল ২০২১ সালে ২৬ নভেম্বর ঢাকার মিরপুর মাজার রোড থেকে ১৪ ঘণ্টায় ১৩২ কিলোটার পাড়ি দিয়ে কালুখালী যান।
ইকবাল মণ্ডল বলেন, তিনি আলাদা কিছু করার মাধ্যমে নিজের জেলা ও এলাকাকে তুলে ধরার স্বপ্ন দেখেন। সেই লক্ষ্যে দৌড়ানো শুরু করেন। স্পনসর পেলে সামনে আরও এগিয়ে যেতে চান। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে ভারতের আলট্রা ম্যারাথনে অংশ নিতে চান।
হেঁটে রেকর্ড করার স্বপ্ন রাজবাড়ীর কালুখালীর যুবক মো. ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ ইকবাল। সেই লক্ষ্যে একটানা ২৪ ঘণ্টা হেঁটে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের দেলোয়ার মণ্ডলের ছেলে ইকবাল মণ্ডল।
গত শনিবার রাত ১২টা ১ মিনিটে ইকবাল মণ্ডল খুলনা রেলওয়ে স্টেশন থেকে হাঁটা শুরু করে রোববার রাত ১১টা ৩০ মিনিটে ১৩০ কিলোমিটার পাড়ি দিয়ে বালিয়াকান্দিতে এসে অসুস্থতার জন্য হাঁটা শেষ করেন। এতে তাঁর ২৩ ঘণ্টা ৩২ মিনিট সময় লাগে। তাঁর লক্ষ্য ছিল, খুলনা থেকে কালুখালী পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পাড়া দেওয়া।
এর আগে ইকবাল ২০২১ সালে ২৬ নভেম্বর ঢাকার মিরপুর মাজার রোড থেকে ১৪ ঘণ্টায় ১৩২ কিলোটার পাড়ি দিয়ে কালুখালী যান।
ইকবাল মণ্ডল বলেন, তিনি আলাদা কিছু করার মাধ্যমে নিজের জেলা ও এলাকাকে তুলে ধরার স্বপ্ন দেখেন। সেই লক্ষ্যে দৌড়ানো শুরু করেন। স্পনসর পেলে সামনে আরও এগিয়ে যেতে চান। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে ভারতের আলট্রা ম্যারাথনে অংশ নিতে চান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে