এবার বাবার জন্য পাত্রী চেয়ে ছেলের স্ট্যাটাস

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২: ২২
Thumbnail image

ঢাকার কেরানীগঞ্জে মায়ের জন্য ছেলের পাত্র খোঁজার রেশ না কাটতেই এবার বাবার জন্য পাত্রী চেয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন নওগাঁর সাপাহারের মনিরুল ইসলাম (৩২)। গতকাল সোমবার দুপুরে তাঁর নিজস্ব ফেসবুক ওয়ালে বাবার একটি ছবি দিয়ে এই স্ট্যাটাস দেন।

মনিরুল ইসলাম উপজেলা সদরের মাস্টারপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হযরত আলী। বর্তমানে তিনি উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত আছেন।

ফেসবুক স্ট্যাটাসে মনিরুল ইসলাম উল্লেখ করেন, ‘আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকী জীবনযাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর। আর হয়তো ২ থেকে ৩ বছরের মধ্যে অবসরে যাবেন। এমতাবস্থায় তাঁর সেবা-যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার। সে জন্য আমি বাবার জন্য পাত্রী খুঁজছি।’

মনিরুল ইসলাম বলেন, ‘ ব্যস্ততার কারণে হোক আর ছেলে মানুষ হিসেবে বাবার হয়তো আমরা ঠিকমতো সব ধরনের সেবা-যত্ন করতে পারি না। এ জন্য বাবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত