এবার বাবার জন্য পাত্রী চেয়ে ছেলের স্ট্যাটাস

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ০৬: ৪০
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২: ২২

ঢাকার কেরানীগঞ্জে মায়ের জন্য ছেলের পাত্র খোঁজার রেশ না কাটতেই এবার বাবার জন্য পাত্রী চেয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন নওগাঁর সাপাহারের মনিরুল ইসলাম (৩২)। গতকাল সোমবার দুপুরে তাঁর নিজস্ব ফেসবুক ওয়ালে বাবার একটি ছবি দিয়ে এই স্ট্যাটাস দেন।

মনিরুল ইসলাম উপজেলা সদরের মাস্টারপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হযরত আলী। বর্তমানে তিনি উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত আছেন।

ফেসবুক স্ট্যাটাসে মনিরুল ইসলাম উল্লেখ করেন, ‘আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকী জীবনযাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর। আর হয়তো ২ থেকে ৩ বছরের মধ্যে অবসরে যাবেন। এমতাবস্থায় তাঁর সেবা-যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার। সে জন্য আমি বাবার জন্য পাত্রী খুঁজছি।’

মনিরুল ইসলাম বলেন, ‘ ব্যস্ততার কারণে হোক আর ছেলে মানুষ হিসেবে বাবার হয়তো আমরা ঠিকমতো সব ধরনের সেবা-যত্ন করতে পারি না। এ জন্য বাবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত