Ajker Patrika

নারী অধিকার: তরুণের ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী অধিকার: তরুণের ভাবনা

বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ উপলক্ষে সম্প্রতি সংগঠনটি তরুণদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করে। ‘নারী অধিকার: তরুণের ভাবনা’ শীর্ষক এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু।

পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে নারীর অবস্থান, জীবনযাত্রা, অংশীদারত্ব, সমতা-মর্যাদার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা তরুণ প্রজন্ম কীভাবে দেখছে, সে আলোচনার উদ্দেশ্যে কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন ছাত্রসহ বিভিন্ন পেশার তরুণেরা। 
সভায় বক্তারা বলেন, নারী নেতৃত্বের কোনো বিকল্প নেই। নারী অধিকার নিয়ে আজও আন্দোলন করে যেতে হচ্ছে। অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাসহ সকল পর্যায়ে নারীরা নিজ নিজ জায়গায় সফল হলেও নারীর অধিকার আদায়ের আন্দোলন এখনো চলমান। এখনো সহিংসতার জন্য দোষারোপ করা হয় নারীকে। এখন নারীরা নেতৃত্ব পর্যায়ে কাজ করতে পারছেন। এটা আগামীর জন্য শুভবার্তা।

তবে ইউটিউব, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করার ঘটনা এখনো ঘটছে। এ প্রেক্ষিতে প্রত্যেক তরুণকে নিজ নিজ জায়গা থেকে নারীর প্রতি অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত