Ajker Patrika

২ উপজেলায় কম্বল বিতরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২: ১৩
২ উপজেলায় কম্বল বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলায় অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সিলেট: দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ও বরইকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার কম্বল বিতরণ করেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো. রইছ আলী, উপপ্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাজী হাবিব হোসেন, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী প্রমুখ।

বিশ্বনাথ: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে বিশ্বনাথে ১ হাজার ব্যক্তির জন্য কম্বল দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে ডাক বাংলোর সামনে উপজেলার ৮টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে ক্মবল তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি, ব্রিটিশ বাংলা চেম্বারের পরিচালক সাইদুর রহমান রেনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

এদিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা তুতা মিয়ার পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মধ্যে গতকাল কম্বল বিতরণ করা হয়েছে। বাওনপুর গ্রামের আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও ছহিফাগঞ্জ এস ডি মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফয়জুর রহমানের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ, নূরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসের সহকারী কর্মকর্তা সুনীল কুমার বৈদ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত